আমাদের কথা খুঁজে নিন

   

তিতাস একটি 'রাস্তার' নাম!

ঘুরে আসুন.মন ভালো হবে 'তিতাস একটি নদীর নাম' অদ্বৈত মল্লবর্মণ রচিত বিখ্যাত উপন্যাস। ঋত্বিক ঘটকের পরিচালনায় এই উপন্যাস অবলম্বনে একই নামের একটি চলচ্চিত্র তৈরি হয়েছিল। ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটের এক জরীপে এটি সবার সেরা ১০টি বাংলাদেশী চলচ্চিত্রের তালিকার মধ্যে শীর্ষস্থান লাভ করেছে। কিন্তু যে তিতাস নদী ও নদী মাতৃক জেলে-কৃষকদের জীবন নিয়ে এই উপন্যাস-চলচ্চিত্র, সেই নদীটিকেই মেরে ফেলা হয়েছে। প্রতিবেদকের ভাষায়- "এটি কি বঙ্গবন্ধু বা রবি ঠাকুরের সোনার বাংলা? না কি জীবনানন্দের রূপসী বাংলা? না কি নজরুলের বাংলাদেশ? এই মহামানবেরা আজ বেঁচে থাকলে এই বাংলাদেশ নিয়ে কি স্বপ্ন দেখতেন আমরা জানি না।

আমরা শুধু জানি কোন নবী-রাসুলের আঙ্গুলের ইশারায় নীলনদ দ্বিখণ্ডিত হওয়ার মত ঘটনা নয় এটি। একটি নিজ রাষ্ট্রের হাতের ইশারাতেই একটি বিদেশি রাষ্ট্রকে বিশেষ সুবিধা দিতেই দ্বিখণ্ডিত করা হয়েছে একটি নদীকে। ক্ষত-বিক্ষত করা হয়েছে তিতাস নদীর বুক। " সম্প্রতি আমাদের সরকার পার্শ্ববর্তী দেশকে সুবিধা দেবার উদ্দেশ্যে তিতাসের বুকে মাটি ভরাট করে রাস্তা তৈরি করে নিজ হাতে হত্যা করলো আল-মাহমুদের প্রেরণা তিতাসকে (দেখুন ভিডিওঃ http://www.youtube.com/watch?v=gAR4YDTiWSE) । নিউজটি না দেখলে বুঝবেন না কতটা অবিবেচক এবং নির্দয় হলে যাদের আমাদের জনস্বার্থে কাজ করার কথা তারা তা বাদ দিয়ে একটি জলজ্যন্ত নদীর মাঝে রাস্তা বানিয়ে ফেলেছেন।

আসুন আমরা প্রতিবাদ করি এই অন্যায়ের। বাঁচিয়ে তোলার চেষ্টা করি আমাদের রুগ্ন নদীগুলোকে। সোচ্চার হই ফারাক্কা,টিপাইমুখ বাঁধের মত ইস্যুতে। এখন তথ্য প্রযুক্তির যুগ। ফেসবুক, ব্লগ, টুইটিং, টেক্সটিং এর মাধ্যমে বিভিন্ন দেশে ঘটছে বিপ্লব।

সেখানে আমরা কী পারবোনা আমাদের সরকারকে এমন হঠাকারী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত রাখতে? আর কিছু না পারি আসুন ২২ লাখ ফেসবুক ব্যবহারকারী বাঙ্গালী মিলে পানি-সম্পদ মন্ত্রীকে জানিয়ে দিই আমাদের আপত্তির কথা। পারলে ফোন করি,আর নাহলে অন্তত ইমেইল করি পানি সম্পদ মন্ত্রনালয়ে। শুধু একটি লাইন হলেও লিখি "Stop Tipaimukh Dam.Save River,Save Bangladesh." এবং মেইল করি নিচের ঠিকানায় । , , , a, s এবং ফোন করে আমাদের আপত্তি জানাই +880 2 7164928 এবং +880 2 716 8688 নম্বরে। হয়তোবা আমাদের এই ক্ষুদ্রে চেষ্টায় কিছুই হবে না।

কিন্তু চেষ্টা করতে দোষ কি। অন্তত আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা বলে যেতে পারবো আমরা কিঞ্চিত হলেও চেষ্টা করেছিলাম। নয়তোবা এই সুন্দর পৃথিবীকে অবাসযোগ্য করার অপরাধে তারা কখনোই আমাদের ক্ষমা করবেনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.