তিতাস একটি নদীর নাম আমরা কমবেশি সবাই জানি ।
আমার দাদার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় হওয়ার সুবাদে আমার ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে তিতাস নদী দেখার খুব ইচ্ছা ছিল । কিন্তু কোনদিন গ্রামে যাইনি । তাই ইচ্ছেটাও পুরন হয়নি
কিছুদিন আগে সেই ইচ্ছে টা পুরন হয়েছে ।
তিতাস নদী টি যে পদ্মা -মেঘনা নদীর মত এতো দীর্ঘ এত সুবিশাল হবেনা সেটা আমার ধারনায় ছিলনা ।
তবে নদীর দুপাশের গ্রাম বাংলার সেই চিরচেনা রুপ , সবুজ ধানক্ষেত আর মন মুগ্ধকর প্রাকিতিক পরিবেশ দেখে আমার সেই দুঃখ ঘুচে গেল
নদীর তীরে কিচ্ছুক্ষণ বসে থেকে দেখলাম
দেখলাম
আর শুধুই দেখলাম ............
কত সুন্দর
কত সবুজ - শ্যামল সৌন্দর্যে পরিপূর্ণ আমাদের এই দেশ
দু চোখ ভরে এই স্বর্গীয় দৃশ্য অবলোকন করলাম ।
আর মন ভরে ভাল লাগা জানিয়ে দিলাম তিতাস নদীকে ।
আবার আসবো, বিদায় .....................
এবার যে ফিরতে হবে ......
আমার সেই চিরচেনা কোলাহল মুখরিত ঢাকা শহরে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।