আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবীর কাদের সিদ্দিকী নাকি যুদ্ধাপরাধী......!!!

জানতে চাই অনেক কিছু..... গতকাল রাতে একুশে টিভিতে "একুশের রাত" নামে টক্ শো টি দেখছিলাম। টক-শো'তে অংশগ্রহণ করেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। টক-শো শেষের দিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী আক্ষেপ করে বললেন "আমি নাকি যুদ্ধাপরাধী, আমি যদি যুদ্ধাপরাধী হয়ে থাকি, তবে আমার পিতা বঙ্গবন্ধুও একজন যুদ্ধাপরাধী"। তাঁকে যুদ্ধাপরাদী কে বলেছেন তা' আমার জানা নেই। তবে যদি কেউ এত বড় কান্ডজ্ঞানহীন কথা বলে থাকেন তবে তার এটা বলা কি উচিত হয়েছে ? বঙ্গবীর কাদের সিদ্দিকীর মত লোককে যদি কেউ যুদ্ধাপরাধী বলে থাকেন, তাহলে তিনি কি ইতিহাসকে বিকৃত করার চেষ্টায় লিপ্ত, নাকি এর মধ্যেও কোন নোংরা রাজনীতি রয়েছে ? আমি ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধ দেখিনি। মুরুব্বীদের কাছে যা শুনেছি তাতে কাদের সিদ্দিকী ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁর নামে একটি বাহিনীও গড়ে উঠেছিল, যার নাম ছিল কাদেরিয়া বাহিনী। তিনি নাকি সিলেট অঞ্চলে যুদ্ধ করেছেন। তাহলে তাঁকে কেন এ রকম একটা নেক্কারজনক দায় চাপানো হলো ? আমি আল্লাহ পাকের কাছে মিনতি করি যে, হে পাক পরোয়ার দিগার, আমাদের দেশ যারা পরিচালনা করেন আর যারা পরবর্তীতে পরিচালনা করবেন !! তাদের তুমি সু-বুদ্ধি দাও, তাদের তুমি হেদায়েত করো। (আমিন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.