আমাদের কথা খুঁজে নিন

   

এ কোন বঙ্গবীর, এ কোন বীর-উত্তম, তিনি কাদের?

কী লিখছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। নামের আগে বঙ্গবীর, পেছনে বীরউত্তম। হায়বে বাঙালি। সম্ভবত হুমায়ুন আজাদের বাণী- রাজাকার চিরকাল রাজাকার, কিন্তু মুক্তিযোদ্ধা চিরকাল মুক্তিযোদ্ধা নয়। কথাটা সম্ভবত কাদের সিদ্দিকীর জন্যই প্রযোজ্য। আর যেহেতু তিনি কা-দের? সিদ্দিকী, সেহেতু সন্দিহান থাকাটা অস্বাভাবিক নয়। আসলে তিনি কাদের? পাকিস্তান জিন্দাবাদ বিএনপি'র না বাংলাদেশের। এখনতো দিগন্ত টিভি, দিগন্ত পত্রিকা, আমার দেশ-এ নিয়মিত। এজন্য কিন্তু দেশের পক্ষে অস্ত্র ধরেছিলেন? একজন মুক্তিযোদ্ধা কী করে দিগন্ত টিভিতে মীর কাশেম আলীর পক্ষে কথা বলেন? একজন মুক্তিযোদ্ধা কী করে খালেদা জিয়ার গুণগান করেন? একজন মুক্তিযোদ্ধা কী করে খালেদার ভারত সফরকে রাজকীয় ভাবেন? একজন মুক্তিযোদ্ধা কী করে এখন কলম ধরেন যুদ্ধাপরাধীদের পক্ষে? এ কোন মুক্তি যোদ্ধা, এ কোন বঙ্গবীর? এ কোন বীর উত্তম? এজন্য কি দেশ স্বাধীন করেছে বাংলাদেশের আপামর জনগণ?  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.