বাঙ্গলার প্রতিটি তরুণ আপনাকে আদর্শ মানার পক্ষপাতী আমি। আপনার সাহস এবং জেদই একাত্তরে আমরা প্রথম বিজয়ের সূচনা পেয়েছি। আপনি সেই বিজয় উন্মোচন করেছেন টাঙ্গাইল প্রেসক্লাবে আপনার আমার আমাদের বুকে খচিত মানচিত্রের পতাকা উত্তোলন করে। আপনি মারা গেলে যে সম্মানের জন্য আপনি শ্রেষ্ঠ সম্মানিত হবেন,আপনি মনে করবেন আপনার জীবন সার্থক সেটি হল আপনার আমার আমাদের প্রাণের পতাকা। আজ আমাদের সামনে পুড়ছে আমাদের রক্ত জমাট পতাকা আর আশ্চর্য জনক ভাবে আপনি আমি আমরা নিশ্চুপ।
আপনি এর আগে বরং পতাকা রক্ষার আন্দোলনের বিপক্ষেই কথা বলেছেন। এখন প্রশ্ন উঠে আসছে,এখন বুড়িয়ে গেছেন বলেই কি আপনি ভীতু হয়ে গেছেন?আপনার যৌবনের সাহস হারিয়ে ফেলেছেন?যদি তেমনই হয় তবে দয়া করে আপনার নামের সামনের বঙ্গবীর পদবিটি সরিয়ে পেলেন। এটি আপনার জন্য আবর্জনা ছাড়া কিছু না। আবর্জনা বহন করার ক্ষমতা আপনার আছে কিনা আমার সন্দেহ হয়। সন্দেহ হয়,যুদ্ধে আপনার সত্যিকারের দেশপ্রেম ছিল কিনা।
নাকি সেটি ছিল শুধুই লোক দেখানো রাজনৈতিক উদ্দেশ্য ভাগিয়ে নেওয়ার জন্য। আপনার কি সত্যিই রক্ত ফুটতে শুরু করত একাত্তরে হায়নাদের নির্যাতন দেখে?
যদি তাই না হবে,এখন কেনপতাকা রক্ষার মিশনে আপনি নিশ্চুপ?বের হয়ে আসুন শিকল ছিড়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।