আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবীর কাদের সিদ্দিকী নাকি বঙ্গরাজাকার?

Its... my faith, my voic.........। ইদানিং একটা নতুন খবর আকশ বাতাস কাঁপিয়ে বেড়াচ্ছে! খবরটা নিশ্চই লেখার শিরোনাম দেখেই আন্দাজ করতে পারছেন। হ্যা আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীকেই নিয়ে বলছি। আমি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নই যে এ কথার সমর্থন জোগাব, অথবা এর বিরোধীতা করবো। আমি শুধুমাত্র আমার নিজেরথেকে কথা বলবো এইমাত্র।

পরম করুণাময়ের আশীর্বাদে আমার শৈশব ছিল আনন্দে ভরা। বাব-মা র কোলে পিঠে মানুষ হয়েছি, দাদার কাছে শুনেছি কিভাবে তিনি পাকিস্তানী হানাদার বধ করেছেন, দাদীর কাছে শুনেছি কিভাবে দল বেঁধে মুক্তিযোদ্ধারা বাসায় এসে পান্তাভাতের আপ্যায়ন নিয়ে গিয়েছে। শৈশবে সাদাকালো টেলিভিশানের পর্দায় দেখা সেই মুক্তিযুদ্ধ আমাকে আলোড়িত করেছে বারবার। দেখতাম একজন তাঁর অগ্নিঝরা বক্তৃতায় উদ্বেলিত করছেন বাংলাদেশ! আমি বাবাকে বলতাম,"বাবা ইনি কে?" বাবা বলতেন আরে বোকা ইনিই তো হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, এনার ডাকেই তো বাংলার মানুষ ঝাপিয়ে পড়েছিলো মুক্তিযুদ্ধে। আমি শুনতাম, আমি দেখতাম, আমি জানতাম সবকিছু।

আমি দেখেছি সেই স্বাধীনতার ঘোষণা, সেই কালুরঘাট বেতারকেন্দ্রের টিকটিক করে নড়তে থাকা রেডিওর কাঁটা, আমি দেখেছি বীর মুক্তিযোদ্ধাদের জীবন নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়া, আমি দেখছি লাশের মিছিল, গনহত্যা। পর্দায় দেখা এতকিছুর মাঝে একটি চরিত্র আমার শিশুমনে দাগ কেটেছিল। বুকে দেশের পতাকা জড়িয়ে স্লোগান দিচ্ছেন। শত শত মুক্তিযোদ্ধাদের ট্টেনিং দিচ্ছেন। বড় বড় চুল, মাথায় ক্যাপ, হাত মুষ্টিবদ্ধ, বাক্যে প্রত্যয়, চোখে আগুন।

আমি মাকে শুধাই, "মা ইনি কে?" মা বলেন,"বাবা! ইনি বঙ্গবীর কাদের সিদ্দিকী। ইনি হলেন মুক্তিযোদ্ধাদের লিডারের একজন, সেক্টর কমান্ডার(অতিরিক্ত সেক্টর), এনার নিজের এক বাহিনী ছিল, নাম কাদেরীয় বাহিনী। অনেক সাহসী মানুষ......। " মায়ের গল্প শুনতাম। শিশু মনে ছবি আঁকতাম, আমি এই বীরের পাশে দাঁড়িয়ে, হাতে অস্ত্র, সময় হয়েছে, এবার সময় হয়েছে, এবার আমিও যুদ্ধে যাব, মুক্তিযুদ্ধে যাব............... সময় অনেক গড়িয়ে গেছে।

এখন শৈশবের অনেক স্মৃতিই মুছে গেছে। তবে এখনো যেগুলো নক্ষত্রের মত উজ্জ্বল সেগুলোর মাঝে এটি একটি। সময় পেড়িয়েছে ঠিক, তবে এখনো এমন সময় আসেনি যে আমার স্মৃতি আমার সাথে প্রতারণা করবে। শুনি কিছু নরমানুষকে দাবি করতে বঙ্গবীর নাকি যুদ্ধ করেন নি, তিনি পালিয়ে বেড়িয়েছেন, তিনি নাকি রাজাকার ছিলেন, তিনি নাকি বঙ-রাজাকার। প্রায়ই কাদের সিদ্দিকীর নত মাথা চোখে পড়ে।

আমার মনে প্রশ্ন জাগে,"আমরা মাথা তুলে আছি কিভাবে?" দেশ স্বাধীন হবার পড় বাংলাদেশের ঘাড়ে চেপে বসা ভারত বাহিনীর প্রধাণকে বঙ্গবন্ধু বলেছিলেন,"Since when you are leaving our country? কবে দেশ ছাড়ছো?" দুর্ভাগ্য বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই। তিনি থাকলে হয়তো এই নির্লজ্জদের উদ্দেশ্যে আমরা আরেকবার শুনতাম,"Since when you are leaving our country? কবে দেশ ছাড়ছো?"............. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.