আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবীর

শাহবাগের এদের এতো বড় দুঃসাহস কি করে হয় যে তারা বঙ্গবীর কাদের সিদ্দিকীকে রাজাকার বলে??? তার বঙ্গবীর উপাধি কেড়ে নেওয়ারো হুমকি দেয়!!!! বঙ্গবীর উপাধি কি কারো বাব দাদার সম্পদ??? যে কাদের সিদ্দিকীকে বর্গা দেওয়া হয়েছিল এখন চাইলেই কেড়ে নেওয়া যাবে!!! কাদের সিদ্দিকীকে যারা এ সব হুমকি ধমকি দেন আপনারা কি ৭১ এ জন্ম নিয়েছিলেন? আর কাদের সিদ্দিকী শাহবাগে র্যাব পুলিশ প্রহরায় সরকারের খিচুড়ী খাইয়া বঙ্গবীর উপাধি পায় নাই, তাকে দীর্ঘ ৯ মাস জীবন বাজি রেখে হানাদার পাকিস্তানি ও রাজাকারদের বিরুদ্বে মুক্তিযুদ্ব করতে হয়েছে,হাজারো ত্যাগ স্বীকার/বীরত্ত্ব আর বঙ্গবন্দ্বুর প্রতি চরম আনুগত্যের কারনে তাকে বঙ্গবীর উপাধি প্রধান করা হয়েছিল। উনি ছিলেন কাদেরিয়া বাহিনির প্রধান,তার অধিনে ছিল ১০ হাজার সশস্ত্র মুক্তিযোদ্বা,বঙ্গবন্দুর প্রতি চরম আনুগত্যের কারনেই তিনি সেই ১০ হাজার মুক্তিযোদ্বা সহ নিজে বঙ্গবন্দ্বুর পায়ে অস্ত্র জমা দিয়েছিলেন, না হলে আজ বাংলদেশের ইতিহাস অন্যরকম হতে পারতো! বঙ্গবন্দ্বুকে হত্যার পর তিনিই প্রচন্ড প্রতিবাদ করেছিলেন,আপনারা বলবেন তাহলে উনি কেন দিগন্ত টিভিতে যান? সরকার দলের মন্ত্রী যদি দিগন্তের জন্মদিনের কেক কাটতে পারে তাহলে উনার দোষ কোথায়? গুনি মানুষকে তার প্রাপ্য সম্মান দিতে হবে আর না হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা ঠিক হবেঃ যে দেশে গুনের সমাদর নাই সে দেশে কোন গুনি জন্মাতে পারেনা। সবশেষে বলবো ধর্মীয় অনুভুতিতে আঘাত দানকারী , রাজাকার ও জাতীয় পতাকা/শহীদ মিনারে হামলাকারীর শাস্তী হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.