আমাদের কথা খুঁজে নিন

   

আত্মহত্যার আগে

বলে মানুষ তারা নাকি চায়না মরত অনন্তজীবন চায় পৃথিবীর বুকে করতে উপভোগ পৃথিবীর যত রূপ রস সৌন্দর্য যেভাবেই হোক চায় বাঁচতে। বোঝেনা নির্বোধের দল সবই মায়ার লীলাখেলা জ্বলজ্বল করে সূর্যের মত কিন্তু মরিচীকা। বড় হয়েছি নিজের মত সেই ছোটকাল থেকে পরের মুখে ঝাল না খেয়ে দেখেছি নিজে চেখে। দেখেছি মা বাবার ভালোবাসা সেই সাথে তার সীমারেখা পেয়েছি আমি বন্ধুত্বের স্বাদ দেখেছি বিশ্বাসঘাতকতা ধর্মের বলে বলীয়ান হয়ে অনুভব করেছি সৃষ্টিকর্তাকে বুঝেছি তাঁকে বোঝার ক্ষমতা দেননি তিনি আমাকে। দেখেছি আমি আলো আঁধারীর খেলা ভালো আর খারাপের বর্ণচোরা দুই রূপবতী যেন নেই অভাব কোনো সাজের।

ইতিহাসের পাতায় পাতায় ভালোবেসেছি দেশকে গল্প উপন্যাস কবিতা পড়ে ভালোবেসেছি ভাষাকে বুঝেছি শেষে ভালোবাসা একপেশে কখনো কোন কাজে না আসে। প্রিয়ার হাসিতে জগত হেসেছে মুগ্ধ হয়েছি রূপে জানিনা কিভাবে নিজের অজান্তে হারিয়েছি তার চোখে হারানোর সেই গল্প নাহয় নাই বললাম আজকে। ঘুরেছি ফিরেছি যতটা পেরেছি দেখেছি প্রকৃতির সৌন্দর্য দূর্যোগপীড়িতের আর্তনাদে বুঝেছি তার কদর্য অনুভব করেছি স্বার্থহীনতা পরের তরে বিলিয়ে নিজেকে নিজের চিন্তা করতে গিয়ে চিনেছি স্বার্থপরতাকে। স্বপ্ন হয়েছে সত্য জীবনে পেয়েছি আমি সাফল্য কিছু পরিণত হয়েছে দিবাস্বপ্নতে হয়েছিলাম যে ব্যর্থ অভাব অনটন ক্ষুধার জ্বালা কিংবা শখের বিলাসিতা নেই বাকি তার কিছু দেখবার দেখে যে ফেলেছি যা কিছু দেখার । দেখার মত আছে কেবল একটা জিনিস বাকি একমাত্র চরম সত্য জগতের নেই তাতে কোন ফাঁকি দেখেছে যারা পারেনি বলতে বললেও মোরা পাইনি শুনতে দেখতে জানতে অনুভব করতে করে যে দেখতে হবে নিজেকে ছুরি হাতে তাই আমি সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় বসে দেখব এবার মৃত্যুকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।