আমাদের কথা খুঁজে নিন

   

মাঝি।

ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় । দুত্তুরি ছাই ভাল্লাগেনা কি জানি কি নাই আমার ঘাটের মাঝি এখন অন্য ঘাঁটে যায় । মাঝি তুমি বড্ড জালাও দিবা নিশি ধরে , পরবে তুমি একদিন মারা আমার হাতে পরে । পানসী আমার একলা ঘাঁটে একলা পরে আছে , শুন্য আমিও মাঝি ওগো নাওনা তোমার কাছে । কতোটা দিন হয়না দেখা সেই নদীটির ধারে তোমার আশায় কতো যে ভুল করি বারে বারে । মাঝি তুমি এখনো কি সেই নৌকা বাও মাঝি তুমি আমার পানে আর একটি বার চাও ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।