আমাদের কথা খুঁজে নিন

   

মাঝি রে...

সুরের সাথে সুর মেলাও...

আমার প্রথম দেখা বৃষ্টির জলে ভাসিয়েছি ভেলা খেলার ছলে সেই জল গেছে মিশে কোন নদীতে গেছে হারিয়ে কোন সাগরে। । মাঝি রে... ও মাঝি রে... দেখেছ কি তুমি তারে? মাঝি রে... ও মাঝি রে... দেখেছ কি তুমি তারে? নৌকো আমার ছেলে বেলার কাগজ এর, কাগজ এর। । আমার প্রথম পাওয়া আঁকার খাতা আমার প্রথম লিখা কবিতা সেই ছেলে বেলার, স্বপ্ন হাজার গেছে হারিয়ে কোন সাগরে।

। মাঝি রে... ও মাঝি রে... দেখেছ কি তুমি তারে? মাঝি রে... ও মাঝি রে... দেখেছ কি তুমি তারে? নৌকো আমার ছেলে বেলার কাগজ এর, কাগজ এর। । নীলি আম্বারসি নাইয়া মেরি লেহরো কি ধুন মে বেহ চলি গেহরে সাগর মে তানহা কাহি গীত কো তোমহারে খোঁজতি। ।

একটা ঝলসে যাওয়া বিকেল বেলায় একটা লালচে সাগরের জলে যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই নৌকো আমার কাগজ এর। । মাঝি রে... ও মাঝি রে... দেখা হে কেয়া তুমনে উসে? মাঝি রে... ও মাঝি রে... দেখা হে কেয়া তুমনে উসে? কাগজ কি নাও মে হে ভরে স্বপ্নে মেরে ও মাঝি রে... মাঝি রে... ও মাঝি রে...। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।