স্বপ্নেরা থাকুক স্বপ্নের মাঝেই
মাঝি - আর নয় দেরী
নাও ভাসিয়ে দাও,
উন্মত্ত জোয়ার হেরি
কেন হে ডরাও ।
জীবনের নাও খানি
ভেসে যাবে সুদুরে,
তরঙ্গে আঘাত হানি
যেও দুর নগরে ।
জীবন তো স্থির নয়
সে তো বহমান,
মাঝি তবে কেন ভয়
দিও না পিছু টান ।
জীবনের নদীখানা
সদা ছুটে চলেছে,
হোক না পথ অজানা
আকাশে মিশে গেছে ।
অজানাকে জানা আর
অচেনাকে চেনা,
তবুও এ জীবনের
আকাঙ্খা মেটেনা ।
জীবনের সুখ হল
বহুদুরে হারাতে,
জীবন জানেনা কালো
মেঘ দেখে ডরাতে ।
মাঝি হে সময় নেই
তুলে নাও নোঙর,
অদুরেই আছে সেই
আলোকিত ভোর ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।