আমাদের কথা খুঁজে নিন

   

একটি সংগৃহিত এযুগের প্রেমপত্র..

মন ভাল নেই... ক্লাস ৬ এর মেয়ে লিখেছে ক্লাস ৮ এর ছেলেকে : বরাবর আল-আমিন গোল্লার মোড় , জনতা হাউজিং জনাব , আমি তোমাকে ভালবাসি ! আমি চাই তুমিও আমাকে ভালবাসবে না হলে তুমি যে লুকিয়ে বিড়ি টান তা তোমার আম্মুকে আমি বলে দেব ! আর তুমি কারেন্ট চলে গেলে খেলতে আস না কেন ? তুমি না আসলে আমার খেলতে ভাললাগে না ! আর তুমি বস্তির ছেলেদের সাথে মার্বেল খেল কেন ? আর যেন খেলতে না দেখি ! তুমি আমাকে অনেক ভালবাসবা , আমায় মাঝে মাঝে এটা ওটা কিনেদিবা ! আর মাসুম এর মতো হাত কাটবা আর সেখানে আমার নাম লিখবা , আমি যখন স্কুলে যাব আমার জন১দাড়িয়ে থাকবা ! আমার খুব ফুসকা খাইতে ভাল লাগে তুমি আমায় খাওয়াবা ! আর আমি যে তোমায় ভালবাসি এই কথাটা কাওকে বলবা না বলবা যেতুমি আমায় অনেক ভালবাসো তবে আমি তোমায় পাত্তা দিই না ! আমি যা বলছি তা করবা না হলে কিন্তু তুমি যে বিড়ি টান তা কিন্তু আমি তোমার আম্মুকে বলে দেব ! ইতি তোমার স্নেহের তানিয়া :

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.