আমাদের কথা খুঁজে নিন

   

নামে কি বা যায় আসে ?



পশ্চিমা দেশে কেউ কি তার ছেলের নাম হিটলার রাখতে পারবেন, বা বাংলাদেশে কেউ সন্তানের নাম 'মীর জাফর' রাখেন? তেমনি 'এজিদ', 'সীমার' , 'রাবণ', 'বিভীষণ' এসব নামও দেখা যায় না। ভবিষ্যতে হয়ত নিজামী,তারেক, মামুন, বাবর, মুজাহিদ এসব নামও কেউ রাখবে না। সন্তানের নাম দেয়াটা বাবা-মায়ের দায়িত্ব, তাই বলে ইতিহাসে কুখ্যাত নাম কি দেয়া যায়, বা সমাজে কতটুকু গ্রহণযোগ্য? সম্প্রতি নিউইয়র্ক টাইমসে তেমনই এক ঘটনার খবর বেরিয়েছে। এডলফ হিটলার নামে একছেলের জন্মদিনের কেক বানাতে অস্বীকার করেছে ShopRite নামক সুপার মার্কেট। জনগণের সেন্টুতেও বিষয়টার আবেদন আছে, সুপার মার্কেট ব্যবসা হারাতে চাইবে না।

নামের আবেদন কতটুকু, বাবা-মায়েরাই বা কতটুকু স্বাধীন এসব ব্যাপারে এখন প্রশ্ন উঠেছে। মজার ব্যাপার হল বাংলাদেশে কিন্তু আমি 'হিটলার ' দেখেছি, আমাদের গ্রামে। আমরা তাকে সংক্ষেপে হিটু ডাকতাম, আমেরিকায় হয়ত সম্ভব হবে না, উদার বাংলায় সবই সম্ভব। আমেরিকাতেও পোলাপান নাম পছন্দ না হলে বড় হলে নিজের মত করে পরিবর্তন করে নেয়। আফ্রিকান-আমেরিকানদের নামতো খুবই মজার, Ice Cube, Ice T , আমার ক্লাশে এক ছাত্রের নাম ছিল Jz Outlaw, সিরিয়াসলী।

যাই হোক নামে কিবা যায় আসে? "What's in a name? That which we call a rose By any other name would smell as sweet." বিস্তারিত দেখুন Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.