আমাদের কথা খুঁজে নিন

   

জাহাজী রম্যভাল যে লাগবেই এমন কোন গ্যারান্টি নাই!সমপূর্ন নিজ দায়িত্বে---

Nothing goes unpaid জাহাজী রম্য, তবে ঘটনা সত্যি!!! ১-Fire Line-মানে, আগুনের লাইন ন্য়।আগুন নিভানুর প্রেসারাইজড পানির লাইন! ২-Oiler-অর্থ তেলবাজ হলেও এটা ইন্জিন crew-দের একটা পদবী!! ৩-জলদস্যুরাও নাবিক, যতক্ষণ পর্যন্ত না তারা ধরা খায়!! ৪-Crane- মানে বক ন্য়,ভারউত্তলক যন্ত্র! ৫-কপ্তান হলো জাহাজের মস্তিষ্ক আর প্রধান প্রকৌশলী হলো হৃদপিন্ড!! ৬- বারমুডা ট্রাইএঙ্গেল নিয়া সত্যের চেয়ে গুজবই বেশি প্রচারিত!(বিশ্বাস করেন এক হাত দূরে দাড়াইয়া কইতাসি!!!) ৭-Women,Wine,Water।জাহাজে এই তিন W-এর অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ! এরা জাহাজ ডুবির কারন বলে বিবেচিত।(ইহা একটি সীমাবদ্ধ অনুসিদ্ধান্ত) ৮-বৈজ্ঞানিক নাম এক হলেও human স্থলে বাস করে, আর seamen জলে!! ৯-জাহাজ কোন এক দিকে কাত হয়ে গেলে সোজা করার জন্যে কাত হওয়া দিকেই পানি ঢলতে হ্য় বা ভার চাপাতে হ্য়!!! ১০-জলোচ্ছ্বাসের কারনে ঢেউ সৃস্টি হলে সেই ঢেউয়ের দিকেই জাহাজ চালানো হয়!!! ১১-জাহাজ কবে আবিস্কৃত হয় তা নিয়ে কখনও হরতাল বা মানববন্দ্বন হয় নি।কারন কেউ জানেনা কবে!তবে কথিত আছে,মানুষ যখন বানর ছিল তখনও সাগরে জাহাজ চলাচল করত!!!(কলা পরিবহন করার জন্য) ১২-জাহাজের ভেতর হাসপাতাল থাকা বাধ্যতামূলক! ১৩-জাহাজীরা মনুষ্য সমাজে বইরে থাকে বলে কেউ তাদের ভালবাসে না!তবে তাদেরও হৃদপিন্ড নামক একটি বস্তু রয়েছে যা মিনিটে বাহাত্তর বার স্পন্দিত হয়!!! ইমোশনাল হয়ে যাচ্ছি মনে হয়।থাক আজ আর না । ভাল লাগলে আরও আছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.