আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষনিকের মিলন, ছোট্ট একটি ভালোবাসার গল্প ........

"জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে..একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিসঙ্গ্তায় ডুবেছি"-(শঙ্খনীল কারাগার)হুমায়ূন আহমেদ ফেসবুকে দিয়েই নিস্তার নিয়েছিলাম ,কিন্তু পরে ব্লগার কিনাদির অনুরোধে ব্লগে দিয়ে দিলাম ................ অবশেষে দিনান্তে দেখা হল দুজনার , ঠিক যেন গোধুলির কিছু সময় লগ্ন পরে , প্রত্যহ যেমন তুমি অপেক্ষা করে ছিলে ঠিক সেভাবেই আছো , আমি ছিলাম অনেক ক্লান্ত। ক্লান্তির সাথে শ্রান্তি যোগ হয়ে তখন আমি পরিশ্রান্ত। তোমার কপোলের তিল দেখে যে শ্রান্তি পাই প্রতিদিন সেটা আজ কেন যেন পেলাম না , কেন যানি চোখ টা পড়ে রইলো নাকের উপর চিক চিক করা একফোটা বিন্দু জল এর উপর । তুমি সেটা খেয়াল করে যেন একটু লজ্জা পেলে । এই গোধুলিতেও তোমার গালে রক্তিম আভা দেখতে পেলাম।

বিশ্বাস কর ওই দিগন্তের আবির এর সাথে এর কোন পার্থক্য ছিল না। তারপর আর কি সারাদিন এর শ্রান্তি ক্লান্তি ভুলে থাকার জন্য চোখের দিকে চেয়ে থাকা। এটাই আমার উপহার হয়তো ……….. আর এটার জন্যই হয়তো দিনের অন্তে গোধুলি বেলায় তোমাতে আমাতে এই মিলন । এত্ত বাচাল মেয়েটা একবিন্দু মুখটাকে মনে শান্তি দিতে চায় না। সারাদিন মনে হয় পেটের মাঝে চেপে রেখে দেয় সব না বলা কথা গুলো ,ওর কষ্ট আনন্দ ভালোলাগা সব কিছুই আমাকে পেলেই যেন ফেটে একেবারে বেরিয়ে পড়ে, তবে আমি যেন এক্ষেত্রে একজন মুগ্ধ শ্রোতা নই ।

আমি ভাবধরি যেন তার কথা শুনছি না ,আসলে সে কি জানে যে তার কথা শুনার জন্য আমার কর্ণকুহর বিগত ১২ ঘন্টা ধরে অপেক্ষা করছিল …….. একটুশ খানি ছোয়া , ইশ করে উঠলো কেন ? কে জানে । যেন দুটো হাত ই কেপে উঠলো দুজনেরই । ছোয়া পেতেই বিপরীত চার্জের মত দু প্রান্তে ছিটকে পড়লো যেন । আলাদা হয়েই মনে হল , কেন এমন হল ? আরো কিছুক্ষ্ণ কি ধরে রাখা যেত না। আবার চাচ্ছিল ধরি ,কিন্তু বাস্তবমন বাধা দিল না! তুমি তা করতে পারবে না।

কেন এই অবিচার ?? ছোয়া নাকি নিষেধ আজ ? কেন তুমি অপবিত্র বলে। আরে এই অপবিত্রতা তো সত্যিকারের অপবিত্রতা নয় ,এটা সেই শুভলক্ষনের পবিত্রতা । এটাকে অপবিত্রতা বলে কেন দোষ দিচ্ছ তুমি ………….. অবশেষে গোধুলি শেষে রাতের অন্ধকার নেমে আসে নিশুতি রাতের আগমন যেন শেয়ালের ডাকের সাথেই হুমড়ি খেয়ে পড়ে ,আমি ভারাক্রান্ত মনে তোমায় বিদায় জানাতে উঠি। আজ বিদায়ের ক্ষণ হয়ে এলো বলে ফিরতে হবে যে ………সামনের পথের কথা ভেবে অযথাই উৎকণ্ঠিত হও তুমি ,আমি তোমাকে অভয় দেই আরে কিছুই হবে না ,এতো চিন্তা কর কেন তুমি ? তুমি শুধু তাকাও আমি তোমার চোখে সেই উত্তর দেখতে পাই । কিন্তু তোমার মুখে সেই উত্তর টা আর প্রকাশ হয় না ।

বিদায় টা অন্তত তো খুনসুটি দিয়ে ভরিয়ে দাও, যাতে ভালো একটা মন নিয়ে বিদায় নিতে পারি ………. দ্বারে দাঁড়িয়ে তুমি ,আমি কেবল বার বার ফিরে তাকাই । ,তোমার মুখ আবার হাসিতে উদ্ভাসিত যেন আগামী দিনের মিলনের আশায়………… সবশেষে এই গানটা ........ তোমার চোখে আমি আমার মরণ দেখেছি লেখাটি চতুরমাত্রিক এও প্রকাশিত ফেবুর নোট এর লিঙ্ক এখানে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.