আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষনিকের বিকেল

দৃষ্টি ও দৃষ্টিভঙ্গি

আমরা সবাই মাঝে মাঝে স্মৃতি রোমন্থন বা ফেলে আসা সুখ দু:খ ও নানাবিধ অভিজ্ঞতা শেয়ার করি। অতীতের সেই দিন গুলো তে ফিরে গেলে মনে হয় এইতো সেইদিনের ঘটনা। শীতের ছুটিতে সারাদিন গ্রামের পুকুরে সাঁতার কাটা, নিশ্চিন্তে সারা গ্রাম ঘুরে বেড়ানো, বিভিন্ন ফল পাড়তে গাছ চষে ফেলা... এ সবই এখনো কমবেশি সবারই স্মৃতিতে উজ্জ্বল, যদিও অভিজ্ঞতা গুলো 15-20 বছর আগের। কেমন বিদ্যুত গতীতে এগিয়ে চলছে আমাদের জীবন। একসময় মনে হতো ম্যাট্রিক পরীক্ষা দিলে অনেক বড় হয়ে যাব।

অথচ আজ সেই ম্যাট্রিক ছেড়ে জীবনের আরো অনেক স্থর যে পেরিয়ে এলাম। দেখতে না দেখতেই হয়তো বিয়ে শাদী করে পাক্ষা সংসারী হয়ে যাব। বাচ্ছা কাচ্ছা, চাকরী বাকরী সবই হবে। পলকেই অতিক্রম করবো আরো অনেক মাইলস্টোন। এমনি ভাবেই একদিন থেমে যাবে জীবনের চাকা।

মহাকালের সাপেক্ষে পুরো জীবনটাই হয়তো একটি বিকেল বা একটি সকাল মাত্র। [ইটালিক]"...it will seem to them that there life on earth had spanned only one evening, or one morning." (সুরা আননাযিআত, 79:46)[/ইটালিক] অথচ এই ক্ষনস্থায়ী জীবনকে ঘিরেই আমাদের সব চাওয়া পাওয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.