আমার 'কলম' আজো আছে আমার সাথে, আমার কষ্টের সঙ্গী হয়ে,আমার সুখের ভাগ নিয়ে দেনা-পাওনা চুকিয়ে,এক চিলতে হাসি হয়ে... আমি ক্লান্ত বেলায় এসে কড়া নাড়ি সময়ের দরজায়, ব্যাস্ত বাস্তবতার কাছে ছুটি চাইতে আমি কড়া নাড়ি,আমি দাঁড়িয়ে আজ সময়ের দরজায়, অগোছালো স্বপ্নের ঘুম ভাঙ্গে না এখনো তাইতো ছুটি চাইছি সময়ের কাছে পাবো না জেনেও। ক্লান্ত আমি অবেলায় আজ চাইছি ছুটি তাই খানিক বাদে সময় জানায়, আমার তো ছুটি নাই...! মরীচিকার ডাকে বহুদূর ছুটে গেছি আজ মনে হয় পথ পেয়েও পথ হারিয়েছি, আর তাই তো কড়া নাড়ছি সময়ের দরজায় ক্ষীন আশায়,যদি একটু ছুটি পাই... যদি একটুকু দেখা পাই তবে মরীচিকার মায়া ত্যাগ করে আমি ছুটে আসব,চলে আসব এই আশায় কড়া নাড়ি আজ সময়ের দরজায়। কড়া নেড়েই চলেছি,সময়ের সাড়া নাই সুপ্ত থেকে সুপ্ত,আর ক্ষীন ক্ষনের আশা সব নিয়েই আমি শ্রান্ত, শূণ্য হাতে ফিরে চললাম হয়ে অনেক ক্লান্ত ছুটি মিলল না আজো আমার জন্য, অসমাপ্ত রয়ে গেল ক্ষনিকের ছুটি কাব্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।