নাট্যকর্মী আবদাল
আমি নাট্যকর্মী এস এম আবদাল, আমি এখন ভারতে মুম্বাই বিমানবন্দরে অবস্তান করছি । একটু পরে আমার প্লাইট ইন্ডিয়া টু লন্ডন। বাংলাদেশ হযরত শাহজালাল বিমানবন্দরে পরিচয় হয়েছিল আমেরিকা যাওয়া এক আপুর সাথে,আমরা একসাথে ঢাকা থেকে মুম্বাই এসেছি। মুম্বাই থেকে আমি চলে যাবো লন্ডন, আর আপুটি যাবে জার্মানি হয়ে আমেরিকায়। মহিলার বয়স ৩২ অথবা ৩৩ বছর হবে।
এই বিদেশ যাত্রা পথে সামান্য সময়ে রক্তের সম্পর্ক ছাড়াও মানুষকে এত আপন মনে হয় আগে জানা ছিল না । সকলের অবগতির জন্য জানাচ্ছি আমার বয়স হল ২৩ বছর । তাছাড়া এই মহিলা তিন সন্তানের জননি সতরাং অন্য কিছু ভাবা যাবে না । মাত্র কয়েক মিনিট আগে আমি উনাকে বিধায় দিয়ে আসলাম। বিধায় দিতে খুবই কষ্ট হচ্ছিল, কেন জানিনা ।
মনে হচ্ছিল আমার কাছ থেকে আমার আপর কোন মানুষ চলে যাচ্ছে । কারন দেশে আমি আমার বড় দুই বোনকে রেখে এসেছি, তখন আপুদের কথা অনেক মনে হচ্ছিল । অবশ্য আমি উনার মোবাইল নাম্বার রেখে দিয়াছি পরে ফোন দিতে পারব। কিছুক্ষন পরে আমার প্লাইট, সেই মহিলা চলে যাবে এক দেশে আমি চলে যাবো এক দেশে, মাঝ পথে রেখে গেল অনেক স্মৃথি । এক সাথে দুজন ছবি তুললাম আর যাবার সময় বললাম, আপু দেশে আসলে আবার দেখা হবে ।
কিন্তু আর দেখা হবে কিনা জানিনা । কারন, ৯ বছর পর সেই মহিলা ঢাকায় এসেছেন বেড়াতে । তাছাড়া আমি চলে যাচ্ছি লন্ডনে ফিরতে ২ বছর লাগবে । হয়তো বা আর দেখা হবেনা দুজনের কিন্তু মনে থাকবে ক্ষনিকের পরিচয়ের বিদায়ের কষ্টের কথা । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।