আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষনিকের আয়োজন এবং অবসান !

ʚϊɞ

আমি যখন পিচ্চি ছিলাম....তখন ফুটবল কি কিছু বুঝতাম না.... "খেলা" , "ওয়ার্লড কাপ" অথবা "টেস্ট সিরিজ" শব্দ গুলো সম্পর্কে আমার অনুভূতি খুব একটা সুখকর ছিল না....তখন খেলা-দেখা কথাটার প্রেক্ষিতে একটা জিনিস ই মাথায় আসত...তা হল ...বাবা'র খেলা দেখা = আমার কার্টুন + আম্মুর যাবতীয় হিন্দি সিরিয়াল দেখা বন্ধ !!! কিন্তু যখন স্কুলে ভর্তি হলাম.... সহপাঠী দের নিজেদের দল নিয়ে বড়াই করা .....এক দল আরেক দল এর হার কে তিরস্কার করা....সব মিলিয়ে কিভাবে যেন বাবার মুখে শোনা "ওয়ার্লড কাপ" হয়ে গেল আমার "ওয়ার্লড কাপ"....তখন থেকেই আমি আর্জেন্টিনা ....কিছু না বুঝেই আর্জেন্টিনা ... এখনো মনে পরে তখন ক্লাস টু তে পড়তাম....সেবার আর্জেন্টিনায় খেলেছিল বাতিস্তুতা নামের একজন প্লেয়ার....সেবারো হেরেছিল....অনেক কান্না করেছিলাম....বন্ধুদের সাথে খেলতে গেলেই আমাদের উদ্দেশ্যে আশপাশ থেকে শোনা যেত... "হারুয়া পার্টি...হারুয়া পার্ট..." হারুয়া পার্টি আর্জেন্টিনা আজও হারুয়া পার্টি কিন্তু তারপরও আমি মনে-প্রানে আর্জেন্টিনা....আর এখন বুঝে শুনেই আর্জেন্টিনা....!!! এবার ওয়ার্ল কাপ শুরু হবার পর প্রথম দিন ভার্সিটি ক্যামপাস এ ঢুকেই দেখলাম বিশাল এক ব্রাজিলের পতাকা ৩য় তলার বারান্দা জুড়ে .....কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার রাও থেমে থাকে নি.....পরদিন ৮তলা থেকে গ্রাউন্ড পর্যন্ত টানানো হল আর্জেনটিনার পতাকা ....এভাবে প্রতিদিন পতাকায় পতাকায় শোভিত হতে থাকলো আমাদের ক্যামপাস....আর বারতে থাকলো নিজের দল নিয়ে বড়াই..আর অপরের দল কে তিরষ্কার !! হায়! কিসের কি!!!!....আজ সকালে বেশ উল্লাস এর সাথে ছিড়ে ফেলা হল ব্রাজিলের পতাকা গুলো.....কাল আর্জেন্টিনার পতাকা গুলোকেও নামিয়ে ফেলা হবে নির্মমতার সাথে.....শেষ হয়ে যাবে সহপাঠীদের খুনসুটি...শেষ হয়ে যাবে আমাদের ক্ষনিকের আয়োজন.... পাঁচ তলার এক কোণে কে যেন টানিয়ে ছিল ছোট্ট একটা জার্মানীর পতাকা......অথচ সেই অবহেলায় পরে থাকা ছোট্ট পতাকা টাই কাল পুরো ক্যামপাস জুড়ে রাজ করবে...!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.