জীবন আসলে চিল্লাপাল্লা ছাড়া কিছুই না। সেটাই করতে চাই, মনের সুখে, ইচ্ছা মতন। মেয়েটির সাথে আমার পরিচয় প্রায় তিন বছর আগে্, মোবাইলে।
খুবই চাপা স্বভাবের মেয়ে। কিন্তু তারপরও আমাদের মাঝে খুব ভাল একটা ফ্রেন্ডশিপ গড়ে ওঠে।
কয়েকদিন পরপরই আমাদের কথা হত, এখনো হয়। চাপা স্বভাবের হলেও প্রাণবন্ত একজন মানুষ সে। খুব সহজ-সরল।
গতকাল (২৭-০৪-২০১৩) সন্ধ্যায় ফোন দিল। বললাম, কেমন আছো? ও বলল, ভাল না।
মনটা অনেক খারাপ।
কারণ জানতে চাইলাম। সে কেঁদে দিল সাথে সাথে। আমি খুব অবাক হয়ে গেলাম। কারণ, ও এত সহজে কাঁদার মত মেয়ে না।
অবশেষে শুনলাম আসল কাহিনী।
একটা কসমেটিক্স কোম্পানিতে সেদিন দুপুর তিনটায় তার ইন্টারভিউ ছিল। সে সময়মত গিয়েছেও। কিন্তু ওরা তাকে প্রায় দুঘণ্টা বসিয়ে রেখে বিকেল চারটা পঞ্চাশের দিকে ইন্টারভিউতে ডাকে। গিয়ে দেখে ভেতরে একজনমাত্র ব্যক্তি বসে আছেন।
উনি প্রথমে ভাল ব্যবহারই করলেন সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করে।
এরমধ্যে উনি একবার উঠে যান। ততক্ষণে ৫টা পেরিয়ে গেছে। অফিসের সবাই বেরিয়ে পড়েছে। আমার বন্ধুটি সেই অফিসারের ঘরে থাকায় তেমন টের পেলনা।
এবার ফিরে সেই লোকটার অন্যরকম মূর্তি! সে আমার বন্ধুটির খুবই কাছে এসে প্রশ্ন জিজ্ঞাসা করা শুরু করলো অন্যরকম ভঙ্গিতে! অবশেষে তার গায়ে হাত দেবার চেস্টা করলো।
আমার বন্ধুটি এরকম করতে মানা করা সত্ত্বেও সে তার শরীরে জোর করে হাত দিতে চাইলো। অবশেষে সে লোকটাকে ধাক্কা দিয়ে কোনোরকমে দৌড়ে সেই অফিস থেকে বের হয়ে এলো।
আজ (২৮-০৩-২০১৩) সকালে আবার ফোন করে আমার বন্ধুটিকে বলেছে ওদের অফিসে গিয়ে চাকুরির জয়েনিং লেটার নিয়ে আসতে! সে যথারীতি প্রত্যাখান করলে তাকে বলে ওটাও একটা পরীক্ষা ছিল! এবং তার নাকি দুটো মেয়ে আছে ইউনিভার্সিটি এবং কলেজে পড়ে।
এই কুলাঙ্গারের অফিসের ঠিকানাঃ
Name: Mohammad A. Kashem (Pappu)
Nippon Cosmetics Products Industries Limited
Uttara, Sector: 13, Road: 05, House: 10, Floor: 5th.
Mobile: 0192 48 777 84.
পাদঠিকাঃ ফেসবুকে কয়েকজনের রিকোয়েস্টের প্রেক্ষিতে পোস্ট টি দিলাম।
কাহিনীটা আমার না, এখানে পোস্ট দেয়া হয়েছে। ঘটনার কোনও এভিডেন্স আমার কাছে নাই, তবে বিষয়টা পেতেটিক... সত্যি হয়ে থাকলে ব্যাটাকে খাসি বানাই দেয়া উচিৎ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।