আমাদের কথা খুঁজে নিন

   

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সঙ্কলন জুন -২০১৩

বাংলাদেশ কে ভালোবাসি বিগত চার মাস ধরে মাস জুড়ে এই ব্লগের পাতা জুড়ে থাকা চমৎকার আর দুর্দান্ত সব কবিতার একটি সঙ্কলন প্রকাশ করে আসছেন একজন আরমান এবং কান্ডারী অথর্ব । সীমাহীন ব্যস্ততার মাঝেও ব্লগে সময় দিচ্ছেন ব্লগার কান্ডারী অথর্ব । তাদের এই প্রয়াসে নিজেকে যুক্ত হতে দেখে ভালো লাগছে । এই সঙ্কলন টির কৃতজ্ঞতায় ব্লগার একজন আরমান । এবার আমি স্বপ্নবাজ অভি এবং একজন আরমান মিলে জুন মাসের চমৎকার সব কবিতার এই সঙ্কলন টি আপনাদের সামনে নিয়ে আসার একটি ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়েছি ।

কবিতা সাহিত্যের একটি শক্তিশালী মাধ্যম । বিভিন্ন লেখক তার কবিতার মাধ্যমে প্রকাশ করেন তার ভাবনার নানা রঙ । কবিতাগুলো কখনো অবচেতন মনের নানা ভাবনার কথা বলে , কখনো দেশ মাতৃকার কথা বলে , কখনো সমাজের নানা অসঙ্গতির কথা বলে ! এই সঙ্কলনটিও আগের ৪ টি সঙ্কলনের মতই একান্তই নিজস্ব পছন্দের ভিত্তিতে তৈরী করা । এখানে কোন প্রতিযোগীতা মূলক মনোভাব নেই । আমাদের নজর এড়িয়ে গেছে জুন মাসের এমন কোন কবিতা থাকলে আমাদের জানালে আমরা আপডেট করে দিবো ।

আর কথা না বাড়িয়ে দেখে নেই বৃষ্টিমুখর জুনের দুর্দান্ত সব কবিতাঃ • !! সংযুক্তি !! - আশিক মাসুম • নতজানু আমি পরাস্ত - এবার তোরা মানুষ হ • বাইনোকুলারে দেখা পাখি - স্বদেশ হাসনাইন • জীবনের কাছে - ৎঁৎঁৎঁ • দিন রাত্রি দুঃখ বুকে ফিরে আসে যে / তাকে দাও এক মুঠো সহজ প্রেম। - আশরাফুল ইসলাম দূর্জয় • কালোবেড়ালের পাপার্ত পাখনা - রেজওয়ান মাহবুব তানিম • দিন যাচ্ছে যাবে - সায়েম মুন • বিবাগী সংসার - অপর্ণা মম্ময় • নীল আশ্রিতা - ফারজানা শিরিন • লাল-সাদা স্বপ্ন!(এটা কবিতা হয়েছে নাকি গবিতা হয়েছে ঠিক বুঝতে পারছি না। লেখাটা পরে বিরক্ত হলে মাফ করে দিয়েন) - শুঁটকি মাছ • সচ্ছতা............ - স্বপ্ন পথ • বোকামন কথোপকথন-২ - বোকামন • ''অদ্ভূত সব অনুভূতি'' - অবচেতনমন • স্বাদহীন মোড়কটি - মানসী • মনোসরণি - অদ্রি অপূর্ব • আলো আধারীর দিস্তায় দিস্তায় - সায়েম মুন • শহরতলীতে - পাপতাড়ুয়া • কবিতাঃ আমি একটা সকাল খুঁজে বেড়াই - নির্লিপ্ত স্বপ্নবাজ • তুমি আমার সুখ....তবু তোমায় নিয়ে ঘর বাঁধিনা............... - বটবৃক্ষ~ • সুনন্দা - সায়েম মুন • কবিতাঃ বিষিয়ে ওঠা বিষাদ - নির্লিপ্ত স্বপ্নবাজ • হুট হাট লেখার আর এক স্যাম্পল ! - সাবরিনা সিরাজী তিতির • আমার হত্যাকাহিনী - সৃজনবিলাস • নিরব দর্শক - রায়ান ঋদ্ধ • নিরব পাপের কেচ্ছা - সুদীপ্ত সজল খাঁ • ধ্রুবস্মিতা - প্লাজমোডিয়াম • আমাকে সে নিয়েছিল নীল - ৎঁৎঁৎঁ • সনেট – ১ - অদ্রি অপূর্ব • গোপন কথা। । - ইনকগনিটো • স্বীকারোক্তি - বোকামানুষ • ঘর - ফারজানা শিরিন • ভাবতে পারি..তুমি কি তাই? - স্বদেশ হাসনাইন • শব্দকথন - আলাউদ্দিন আহমেদ সরকার • রক্ত দিন জীবন বাঁচান (কবিতা) - সেলিম আনোয়ার • প্রেমাবস্যা________♥ - অংকনের সাতকাহন • নোনা বাতাসের ঘোড়া - লক্ষী পেঁচা • কন্যা - অরূপ চক্রবর্ত্তী • মিথ্যে ভালবাসা - sraboni • চে, তোমাকে... - অদ্রি অপূর্ব • বটবৃক্ষ ও তার ছায়া - তানিয়া হাসান খান • ব্যথার করুন তৃপ্তি - কান্ডারী অথর্ব • কথানুভুতি.. - শুকনোপাতা০০৭ • বাবা তুমি - অবচেতনমন • কথাকূর্চি - কুহক' • মানুষ রুপী পশু ! Dual Version - একজন আরমান • আমার চন্দ্রাহত হৃদয়খানি তোমায় দেবো বলে..... - বটবৃক্ষ~ • মিথ্যুক!! - সাদাত হোসাইন • গভীর রক্ত ক্ষরণ... - রায়হানা তনয় দা ফাইটার • কথা দিচ্ছি আগমনে... - সৃজনবিলাস • ফোঁটায় ফোঁটায় আবৃত উত্তাপে - অদৃশ্য • বিষানন্দ - মায়াবী ছায়া • মানচিত্রের শেষপ্রান্তটুকু - অপর্ণা মম্ময় • স্বপ্নের ভেলকি - রােতর েশাকার্ত সািথ • শরম করলে পড়বেন না - নাজমুল ইসলাম মকবুল • সে তো তুমি…... - হ্যাজাক • ঘূর্ণিচোখ - সায়েম মুন • এমন কথা তো ছিলনা !! - শ্রাবণ জল • কবিতার খাতা আশ্রিত শব্দদের প্রতিলিপি - আলাউদ্দিন আহমেদ সরকার • ছাগু কবিতা - মেলবোর্ন • সুয়োরাণী-দুয়োরাণী - আবীর চৌধুরী • নক্ষত্রের মিনতি - তানিয়া হাসান খান • কেমন আছ ? - মহাজাগতিক পাগল • বৃত্তের বাইরে - হানিফ রাশেদীন • বুলেটিন - অনাহূত • প্রতীক্ষা - রহস্যময়ী কন্যা • " পথিক তুমি " - ডি মুন • জ্ঞানীদের আশ্চর্য বিষাদ - ম্যাভেরিক • "প্রথম" - গ্রাম্যবালিকা • বর্ষার প্রথম বৃষ্টিতে! - টুম্পামনি • প্রেম হে, বৃষ্টি হে! - আশরাফুল ইসলাম দূর্জয় • নারী চোখ পাঠ - তাজা কলম • বৃষ্টি এবং বন্ধ্যা শহরে ক্ষণিকের পূণ্যভূমি - অন্যমনস্ক শরৎ • ____ভালোবাসা পথ ভুলে, বিপথে হয় গুম____ - তোমার গল্পের মৃত রাজকন্যা • শুধু নেই জানা - শিশিরের দুঃখ • খুন (আত্মকাহিনী) - মেহেদী হাসান '' • আজ আমি সুখি হবো - নিমা • ।

। অহেতুক এক জীবন । । - মায়াবী ছায়া • হৃদয়ে বাতিঘরে জ্বলে রংধনুর হীরক শিখর - আমি ময়ূরাক্ষী • প্রতিটি পুরুষের ভিতর বাস করে একেকটি নারীলোভী হায়েনা। - জিয়া চৌধুরী • প্রতিপল প্রতি মূহুর্ত - রোকসানা লেইস • বর্ষার আদ্রতা প্রতিটি প্রেমিক ডায়রিতে - মুনসী১৬১২ • ততটা চেনা নই - মন মোর মেঘের সঙ্গী • সাইবার বাদুড় - সাদরিল • সূর্যসন্ধ্যায় মঙ্গলতীর্থে মা আর ব্রহ্মপুত্র - লেখোয়াড় • কিছু কথা বলা - জুন • শুধুই নিজের জন্য কেউ কেউ - স্বদেশ হাসনাইন • কবিতাঃ শহরের মেঠোপথ! - নির্লিপ্ত স্বপ্নবাজ • ইচ্ছে ডাণার কবিতা. - তারছেড়া লিমন • নীলপাহাড়ের নীলিমা - রমিত • মরিচ - মাসুম আহমদ ১৪ • একদিন দেখা হবে - সায়েম মুন • সেই তালগাছ আজও আছে এক পায়ে দাঁড়িয়ে - সুফিয়া • যে কথা আজও বলা হয়নি - মেহেদী আনডিফাইন্ড • কেমিক্যাল দিকশূন্যতা - ৎঁৎঁৎঁ • সভ্যতা - রাইসুল নয়ন • ভস্মিভুত অনুভূতি! - টুম্পা মনি • উল্টা-পাল্টা - মিনাক্ষী • নীল পদ্য দুইঃ কবিতা তুই স্কুল পালানোই থাক - টেস্টিং সল্ট • স্রোত - ভাঙ্গা কলমের আঁচড় • আমাদের সময়ের রূপকথা - শাহেদ খান • মেঘবালক - দি ফ্লাইং ডাচম্যান • "উৎসমুখ" - ডি মুন • কান নিয়েছে চিলেঃ ছড়া - কোবিদ • আমি ও একটি ল্যাম্পপোস্ট - লাকমিনা জেসমিন সোমা • স্বপ্ন-মানবীর খোঁজে... - আদম আদোনিস • ভেজা হাতে তোমার ছোঁয়ায়..... - মৌরি৯৯ • অণুবীক্ষণ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই • ।

। । ঘাটের কথা-১ । । ।

- অরুদ্ধ সকাল • আমার অহংকার - কবীর হুমায়ূন • শূন্যতা - আহসান জামান • শুনো অবুঝ মেয়ে, ভালবাসি !! - অপু তানভীর • যাও ভালোবাসা, যাও... - মর্তুজা হাসান সৈকত • ওগো বোষ্টুমি, তুমি নোনা ধরা দেউড়িতে প্রাণ ফেরাও - মিশু মিলন • বৃষ্টি বিলাস-২ - শুকনোপাতা০০৭ বিগত চারটি সঙ্কলনঃ একটি কাব্যিক ভ্রমন একটি কাব্যিক ভ্রমনঃ কবিতা সংকলনঃ মার্চ-২০১৩ একটি কাব্যিক ভ্রমনঃ কবিতা সংকলনঃ এপ্রিল-২০১৩ একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন' মে ১৩  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.