আমাদের কথা খুঁজে নিন

   

স্থির চিত্রকল্প

প্রস্থের চেয়ে দৈর্ঘ্য তিনগুণ বেশি এখানে জমে আছে উদ্ভ্রান্ত যাত্রীর দিন শেষে পলায়নপর অন্ধকার কোন ঘর দূরে, মৃত নদীর আঁচল বাঁকে তরুণীর ক্ষীণকন্ঠের প্রেম প্রার্থনা জীবনানন্দ দাসের নিরানন্দ জীবনের ক্ষুধার্তময় কবিতার উপমাগুলো। তবু জীবনঘনিষ্ঠ কারো পায়ের শব্দে প্রবীন দুঃখরা জেগে উঠে অতীত হয়ে ফিরে আসে নতুনের প্রেম। শব্দের খেলা শেষে খড়কুটো উড়ে যায় সফেদ শাড়ির ভাঁজ ফেলে নিমিষেই হারিয়ে যায় বিষণ্নতা। অপরিশোধযোগ্য ঋণের চৌথার স্তুপে কাব্যিক বন্দনা শেষে দৃষ্টির সীমানায় মিলে যাওয়া দৃশ্য নিয়ে মানুষের যত কল্পনা আছে তা স্মৃতির দর্পণে বিগত প্রেম অথবা ধূসর যৌবনের ভায়া পরিচয়ের মত অন্ধকারে আলোর মশাল হয়ে ছুটাছুটি করে সেই জমে থাকা অন্ধকার ঘর, কবিতার উপমা আর প্রেম প্রার্থনার ভেতর পানা-দেনাহীন দীর্ঘ হিসাব এবং একটি দীর্ঘশ্বাস আছে...  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।