..
আমিইতো সেই অটল পাহাড়
শত ঝঞ্জা -ভূকম্পন -অগ্নুৎপাত সহা
অচঞ্চল-অবিচল-স্থির।
আমার শিখরে
শুধু মায়া-চক্ষু পাখিরাই বসবাস করে
দিনমান খড়কুটো জড়ো করে
নীড় বাঁধে
শাবকের চঞ্চুতে
অপার মমতার দানা তুলে দেয়।
নীল জলগুলো গড়াতে গড়াতে
নদী হয়ে ওঠে
রোজ
ছুটে চলে
দুরন্ত-প্রমত্ত-মাতাল সাগরের কাছে।
স্থির অবিচল থাকি।
আমিতো দুরধিগম্য
আমাকে ছুঁয়ে দেবে–সে সাহস নেই
আমার নাগাল পাবে– সে নিপুনতা নেই।
আমিইতো সেই অচঞ্চল-অবিচল-অটল পাহাড়
দিবারাত্র শুধু
স্থির থাকি । স্থির।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।