অনেকবার ভেবেছি ভুলে যাব তোমাকে যেভাবে আমি ভুলে গেছি, অন্য সব ইতিহাস। আকাশের বুকে যেভাবে নক্ষত্ররা হারায় আমিও একদিন হারিয়ে যাব ঘোর অবেলায়। তবু তোমাকে আমার ভোলা হয়ে উঠে না। পোড়া মনের গহিনে, বারে বার আস ফিরে তোলপাড় করে দাও আমার সকল সৃতিকাব্য, সমস্ত অতীতের মৃত্যু ঘটিয়ে, শুধু তুমিই জেগে থাকো, অন্ধকারে প্রাণহীন মূর্তির মতো আমার হৃদয় আঙ্গিনায়। চেয়েছি আমি অনেক কিছুই, এই বিরহের প্রভাতে জাতে তোমায় মুছে ফেলি আমার মানস ছবি হতে। কিন্তু তুমি হারিয়ে যাবার সময় কি করে এতটা বদলে দিলে আমাকে, নিঃসঙ্গ জীবন আমার তবু একা থাকে না, তোমার অশরীরী পদচারনাতে। নির্বাক চোখে, এই স্থির ইতিহাস হতে তোমাতেই নাড়ি খুজে ফেরে আমার বিরহী মন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।