আমাদের কথা খুঁজে নিন

   

তুমি স্থির তাকিয়ে থাকো

সামুদ্রিক বিভ্রম

আমাদের সীমানা প্রাচীর থেকে শ্যাওলার গন্ধ-বারুদ ঘ্রানে তুমি হেসে ওঠো- তোমার লাস্য আহবান তোমার চর্চিত আবেদন তোমার সুঠাম অহম অনুল্লেখযোগ্যতায় আবদ্ধ ছিল না কোনদিন। তুমি সীমান্তের কাঁটাতার না মানা কাঁটার চেয়েও তীক্ষ্ণ; পৃথিবীর উপমায় তোমার কোমল ভ্রাতৃদ্বয়। তুমি মুক্ত বিশ্বে ক্রমেই গজিয়ে ওঠো অক্ষাংশ দ্রাঘিমাংশ ইত্যাদি ভূ-গোলিক হিসাব ছাপিয়ে; তুমি কেবলি বেড়ে ওঠো নিতম্বের প্রলয়ংকরী ছন্দের রুপরেখা ধরে নিজেকে ছিনিয়ে নিয়ে ভীষণ তীব্র রোদে তুমি আপামর জনতার যৌন ক্রোধ হও; আর শিরদাড়াঁয় হিম উল্লাস নিয়ে তুমি তাকিয়ে থাকো, তুমি স্থির তাকিয়ে থাকো চকচকে ইস্পাত হয়ে উপগত নীল উন্মত্ততার দিকে---

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।