নয়া যামানার নয়া পথিক,পথ হারিয়ে ছুটনা দিক্বিদিক ১) "পড়েছি দজ্জালের হাতে
খানা খেতে হবে সাথে"
২) " মর্দের বাত
হাতির দাঁত। "
অর্থঃ বীরের কথা হাতির দাঁতের মতই শক্ত এবং সুদৃঢ়।
৩) " কথায় কথায় মধুবাণী
যদি কথা কইতে জানি। "
৪) "দাদার নামে গাধা
বাপের নামে আধা
নিজের নামে শাহাজাদা। "
অর্থঃ দাদার নামের নিজের স্বার্থকতা নেই।
বাপের নামে কিছু সম্মন থাকলেও, নিজের নামে মানুষ শ্রেষ্ঠ হয়।
৫) "আকাশে গুড় গুড়ে পাখি
উড়লেই হয় চিল নাকি। "
অর্থঃ গুণী মানুষের সাথে কারো দু একটি মিল থাকলেই সে গুণী হয় না।
৬) "কথাটা কইলে ব্যাথাটা মরে
বিনয়েতে কিনা করে। "
৭) "তুফানে ছেড়ো নাক হাল
নৌকা হবে বানচাল।
"
অর্থঃ ঝড়ের সময় নৌকার হাল ছেড়ে দিলে যে অবস্থা হয়, বিপদে ধৈর্য্য হারালেও একই অবস্থা হবে।
৮)"চুন খেয়ে মুখ পুড়লে
দই দেখে ভয় পায়। "
অর্থঃ তিক্ত অভিজ্ঞতার ফলে অতিসচেতনতা।
৯)"বচনে জগত তুষ্ট
বচনে জগত নষ্ট। "
অর্থঃ রসালো ও কর্কশ কথার তারতম্য বোঝাতে।
১০) " কুজনের নাহি লাজ, নাহি অপমান
সুজনের এক কথা মরণ সমান। "
অর্থঃ দুষ্টকে কথা দ্বারা শাসন করা যায় না কিন্তু সুজনকে করা যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।