আমাদের কথা খুঁজে নিন

   

রাবিতে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আহত ১২

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেইটে এ সংঘর্ষে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
আটকরা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু আহমেদ, ফয়জুর রহমান ফয়েজ, ইহসান, আতিক ও রানা।
মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ জানান, ছাত্রদলের ২০-২৫ জন নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে শোডাউন করছিলেন। কাজলা গেইটে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় তাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।

এক পর্যায়ে তারা ইট নিক্ষেপ শুরু করলে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোঁড়ে।
এতে পাঁচ পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
তবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায় আরাফাত রেজা আশিক বলেন,  ছাত্রদলের কর্মীরা এমনিই ক্যাম্পাসে ঘোরাঘুরি করছিল। অতি উৎসাহী পুলিশ তাদের বাধা দিলে এ ঘটনা ঘটে।


এ বিষয়ে বিশ্ববিদ্যলয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞার পরও ছাত্রদল যে কাজটি করেছে তা আইন পরিপন্থী। ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দায়িত্ব পালন করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.