বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিন শুক্রবার বিকালে এ ধর্মঘটের ডাক দেন।
তিনি বলেন, রুস্তম আলীর হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় না আনা পর্যন্ত ধর্মঘট চলবে।
“এছাড়া ছাত্রলীগকর্মী ফারুক হত্যা মামলার বিচার তরান্বিত করার পাশাপাশি বিভিন্ন সময় ছাত্রলীগ নেতাদের রগ কাটায় জড়িত শিবির নেতাকর্মীদের বিচারের আওতায় আনতে হবে। ”
এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে নিজ কক্ষে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুস্তম আলী।
তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
তার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার সাধনপুর গ্রামে।
মতিহার থানার ওসি এসএম রেজাউল করিম জানান, শুক্রবার জুমার নামাজের সময় সোহরাওয়ার্দী হলের ২৩০ নম্বর কক্ষে গুলিবিদ্ধ হন রুস্তম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
তিনি বলেন, নিজকক্ষে একা পড়াশোনা করছিলেন রুস্তম আলী। এসময় হঠাৎ তিনটি গুলির শব্দ শুনতে পান পাশের কক্ষের শিক্ষার্থীরা।
২৩০ নম্বর কক্ষে গিয়ে তারা রুস্তমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা রুস্তমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে পুলিশ কিছু জানাতে না পারলেও এর সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা ছাত্রলীগ নেতাদের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।