মঙ্গলবার দুপুর ২টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলন করে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয়া হয়।
লিখিত বক্তেব্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিন বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কয়েক দফা বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে আমরা আপাতত ধর্মঘট ২৯ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করেছি। তবে গণস্বাক্ষর কর্মসূচি ও অন্যন্য কর্মসূচি এই সময়ে আমরা চালিয়ে যাব।”
২৯ এপ্রিলের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমনকে গ্রেপ্তারের পাশাপাশি ছয় দফা দাবি পূরণ না হলে ৩০ এপ্রিল থেকে ফের ধর্মঘট শুরু করা হবে বলেও জানান তিনি।
শুক্রবার শহীদ সোহরাওয়ার্দী আবাসিক হলে নিজ কক্ষে (২৩০) গুলিবিদ্ধ হন ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দ।
এই ঘটনায় শিবির সভাপতি আশরাফুল আলম ইমন জড়িত দাবি করে তাকে গ্রেপ্তার না করা পর্যন্ত শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট শুরু করে ছাত্রলীগ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।