লেখালেখির কারখানা পুনর্জন্ম মুবিনুর রহমান অন্ধাকারের নিকষ গুহা দীর্ঘদিনের বন্দি জীবন যেন মুক্তি পেলো আজ সুললিত গীতছন্দে। ‘কর্মেই মুক্তি’- ভুলে গিয়েছিলাম কথাটি মাঘের শীতে পত্র পতনের সময় যেন পল্লবিত হলো নতুন জীবনের উদ্ভিদ। বইয়ের পাতায় পাতায় নবজীবনের ছন্দ সৃষ্টির প্রেরণা জীবনের সকল রূপ রস গন্ধ উন্মীলিত হলো আজ শুভ্র পাতায়। যাও এগিয়ে যাও সৃষ্টি উল্লাসের সহযাত্রী সময় আজ আসন্য ভূবনের সমস্ত রাজ্য জয় সমুকে তোমার। পৃথিবীর পথে পথে সাজানো ঐশ্বর্য হাতের তালুতে আঁকা ভাগ্য রেখা বদল করে অর্জন করো সুমহান মর্যাদা। সময় বড় মায়া ছিন্ন করো যত ইন্দ্রজাল ভিন্ন করো সময় আবার জেগেছে প্রাণের মেলা মুক্ত করো ভয়। ২৪/০১/২০১১ ঢাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।