আমি আশা করবো..”তুমি আমাকে বুঝবে
জেনেটিক গবেষণার ফলে পৃথিবী সর্বপ্রথম ক্লোন করা প্রাণীটি ছিলো ডলি নামের একটি ভেড়া। ২০০৩ সালে ডলি মারা গেলেও আবারও ক্লোন করে ডলির পুনর্জন্ম দিয়েছেন নটিংহ্যাম ইউনিভার্সিটির গবেষকরা।
জানা গেছে, গবেষকরা এবারে ডলির চারটি ক্লোন করেছেন। প্রফেসর কিথ ক্যাম্পবেল নটিংহ্যাম ইউনিভার্সিটিতে ডলির ক্লোনগুলোকে রেখেছেন। তিনিই এদের দেখাশুনা করছেন।
কিথ জানিয়েছেন, ‘ডলি বেঁচে আছে। জেনেটিক দিক দিয়ে এরা ডলিই। ’
ডলির ক্লোনটি জেনেটিক গবেষণায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিলো। জন্মের পর থেকেই ডলি প্রিম্যাচিউর আর্থাইটিস রোগে আক্রান্ত ছিলো। এর পর ২০০৩ সালে ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে ডলি মারা যায়।
তবে মারা গেলেও ডলি অধ্যায়ের শেষ হয়নি। ডলির মৃত্যুর ৭ বছর পর বিজ্ঞানীরা আবারও ডলির ক্লোন করে তাকে পুনর্জন্ম দিলেন।
প্রথমবার ডলির জন্ম হবার পর তা নিয়ে তীব্র বিতর্কের ঝড় উঠেছিলো।
ক্লোন করা প্রাণীর জন্ম দেওয়া হলে প্রাণীর জীবনচক্রের ক্ষেত্রে এবং অস্তিত্বের সমস্যা তৈরি হবে এমন সমালোচনা হয়েছিলো। এর মূল কারণ ছিলো ক্লোন করার পর ডলির শারীরিক কিছু সমস্যা ছিলো।
তবে, এবারে জন্ম নেয়া ডলির প্রজন্ম কোনো সমস্যা ছাড়া নাকি বেশ ভালোই আছে।
সূত্র : টেলিগ্রাফ অনলাইন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।