নক্ষত্রের রাতে বসে থাকি একটি আশ্চর্যের অপেক্ষায়, দিনের পর দিন কাটিয়ে দেই অন্য কারো জীবন, প্রত্যাশার সিঁড়ি ভাঙতে ভাঙতে হাঁপিয়ে উঠি, ধীরে ধীরে বন্ধ করে দেই অনুভূতির জানালা গুলো। লক্ষ নক্ষত্রের রাত পার হয়, অপেক্ষা শেষ হয় না, আনমনা আমি, খুজেঁ পাইনা নিজেকে, পেছনে ফিরে দেখি, পার হয়ে এসেছি অনেকটা পথ। সময়ের বালু ঘড়ি থেমে থাকে না, কখনও সে অপেক্ষা করেনি কারও জন্য। তাহলে কিসের এই অপেক্ষা? কেন এই দ্বিধা? কেন এই বেঁচে থাকা অন্যের ছায়া হয়ে? আশ্চর্য কখনও ঘটে না আগামীকাল, আশ্চর্য ঘটে আজ, এখনই! -- ২৬ নভেম্বর, ২০১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।