যুদ্ধাপরাধীদের বিচার চাই বাহ ! আরো জোরে হেইয়ো !! আরো লাগবে ?? আরো দিবো??
দেন দিতে থাকেন ম্যাডাম। আমাদের মৌন সমর্থন তো আছেই।
আমরা অনেকেই খুশী। হরতালে ঘুমাবো, বাসায় থাকবো আবার কেউ ৩০ মিনিটে জ্যাম নেই বলে অফিসে পৌঁছে যাব আর অনেকের পরীক্ষা পিছিয়ে গেল। আর নেতা-নেত্রীরাও চাঙ্গা হবে।
ক্ষতি হলে তো দেশের হবে। দেশ এমনিতেই গোল্লায় গেছে। আরো একটা দুটো হরতাল হলে কিই বা এলো গেলো?
আসুন ব্যাক্তিগত স্বার্থের বাইরে গিয়ে একটু আমাদের দরিদ্র দেশমাতার দিকে তাকাই। প্রতিদিনই আমাদের জনপ্রিয় নেতা নেত্রীরা কোন না কোন ভাবে দেশের ১২টা থেকে ৪২ টা বাজাচ্ছেন। তার সঙ্গে হরতালের ক্ষতির পরিমাণের দিকে চোখ বুলানো যাক।
কালের কন্ঠের তথ্যানুসারে, এক দিনের হরতালে দেশের কম-বেশি ৫৫০ কোটি টাকার সরাসরি ক্ষতি হয়ে থাকে। তবে দীর্ঘ মেয়াদে ক্ষতির পরিমাণ আরো বেশি। কারণ হরতালের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও বিদেশি বিনিয়োগের যোগসূত্র রয়েছে। হরতালে বিদেশি বিনিয়োগকারী ও আমদানিকারকদের কাছে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হয়। এতে বিদেশি উদ্যোক্তা ও আমদানিকারকদের মধ্যে একধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়।
ফলে বিনিয়োগ ও আমদানির জন্য বাজার পছন্দের তালিকায় পেছনে পড়ে যায় বাংলাদেশের নাম। অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব রয়েছে। বিভিন্ন গবেষণা সংস্থা, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন।
ভাবছেন জ্ঞান দিচ্ছি ? না আমি জ্ঞান দেওয়ার যোগ্যতা রাখিনা। আপনারা অনেক অনেক বিদ্যান মানুষ।
আমার মতো অল্পবিদ্যা ভয়ংকরী আপনাদের জ্ঞান দিবে তা কি করে হয়? আমি শুধু নিজেকেই বোঝাই এক চোখে বাংলাদেশকে দেখা যেদিন বন্ধ করে দিবেন, কারন আওয়ামী লীগ আর বি এন পি শুধু ক্ষমতার দখলে এসব খেলা খেলে থাকেন। আর আমরা কলের পুতুল হয়ে দেখে যাই। আমি শুধু আসায় আছি, একদিন আর এসব জ্ঞানের কথা অন্তত লিখতে হবে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।