আমাদের কথা খুঁজে নিন

   

নেতাকর্মীদের কারাগারে পাঠানোর প্রতিবাদে কুমিল্লায় কাল হরতাল

কুমিল্লায় ছাত্রদল কর্মী দেলোয়ার হোসেন হত্যা মামলায় হাজিরা দিতে গেলে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি অমিরুজ্জামান আমির, সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন কায়সারসহ জেলা যুবদল ও ছাত্রদলের ১১ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। তাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার কুমিল্লা দক্ষিণ জেলার নয় উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রদল ও যুবদল।

আজ সোমবার দুপুরে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার অভিযুক্তরা হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিক আহমেদ তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়,  গত ২৬ নভেম্বর নগরীর মনোহরপুর এলাকায় ১৮ দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ ও জোটের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে দেলোয়ার হোসেন (২৫) নামের এক ছাত্রদলকর্মী নিহত হয়। এ ঘটনার পরদিন কুমিল্লা কোতয়ালী মডেল থানার এসআই হারুনুর রশিদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।  

যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীদের কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গলবার কুমিল্লা দক্ষিণ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.