আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপিতে হাইব্রিড নেতাকর্মীদের আনাগোনা!!!!

হলুদ পাঞ্জাবীর একটা অদ্ভুত ব্যাপার হল এই পাঞ্জাবী পরার পর নিজকে মহাপুরুষ মহাপুরুষ মনে হয়!!! ভালো কাজের নেশায় পেয়ে বসে। মানুষের আনন্দাশ্রু দেখতে তখন বড্ড ভালো লাগে, মানুষ হয়ে জন্মেছি অথচ মানুষের ঐ অশ্রু দেখবো না তাই কি হয়!!!! ফেইসবুকে এক বন্ধুর শেয়ার করা একটা ভিডিওতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ইসলামী ব্যাংকের এমডির কাছ থেকে সাভার ক্ষতিগ্রস্থদের জন্য চেক গ্রহনের দৃশ্য দেখার পর,আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং,শাহবাগের 'চেতনা'-র দোকান বন্ধ হওয়ার পর আমাদের চেতনাধারীদের অনুভুতিও কি ভোঁতা হয়ে গিয়েছে নাকি? যাতে আঘাত লাগার ভয় নেই ! আব্দুর নূর তুষার সাহেবকে কি পেইনটাই না দিছিলাম আমরা ইসলামী ব্যাংকের একটা অনুষ্ঠানে উপস্থাপনা করায়। এখনও বেচারা নিজের ফেইসবুক স্ট্যাটাস দিতে দশবার চিন্তা করে!!! স্ট্যাটাসখানা আবার চেতনার গায়ে ডিজেল দিয়ে দেবে কিনা!!! তাইতো দেখি ইদানিং তার ফেইসবুক থেকে অমি রহমান পিয়ালকে উদ্দেশ্য করে তেলতেলে স্ট্যাটাস বের হয় !!!! "চেতনা" এটা শাহবাগের দোকান থেকে কেনার বস্তু নয়, তা আশা করি এতদিনে আপনাদের বোঝা হয়ে গেছে!!! চেতনার গায়ে মুজিব কোট চাপিয়ে সেটাকে নিয়ে যে রাজনীতি হয়েছিল তার ফলাফল আমরাতো দেখছি। অনেক আগেই একটা ব্লগে বলেছিলাম আওয়ামীলীগ চো** টাইম নাই। কিন্তু বিএনপিই বা কম যায় নাকি।

যেই একজনের লগে পিরিতি শুরু করছে তাতে মাঠে নেমে তাদের পক্ষে নেমে আন্দোলন করতে মন সায় দেয়না। কারন আর যাই করি জামাতীগো লগে প্রেম আমাকে দিয়ে হবেনা। বিএনপির নীতিনির্ধারকদের কে বুঝাইবো জামাতীগো লগে সহবাস তাদের যে সংকর জাতের রাজনীতিবীদ উপহার দিচ্ছে তাতে তারা কখনোই রাজপথ দখল করতে পারবেনা। হাইব্রিড প্রজাতির কোন কিছুই ন্যাচারালি স্ট্রং হয়না। আর যাও হয় তা হয় অধিক শক্তিশালী।

তা দিয়ে কেবল রগ কাটানোর কাজেই লাগে। যা বিএনপির রাজনৈতিক মতাদর্শের সাথে কোনভাবেই যায়না। তাই জামাত-শিবির মুক্ত বিএনপির প্রত্যাশায় দিন গুনছি। ফেইসবুকে এরকম একটা গ্রুপও পেয়ে গেলাম। আপনিও থাকতে পারেন এই প্রত্যাশার মিছিলে।

জামত-শিবির মুক্ত বিএনপি চাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.