আমাদের কথা খুঁজে নিন

   

সুশীল হওয়ার উপায়

সামু ব্লগে থেকে শিখেছি। এখন নতুন দের দিক নির্দেশনা দিচ্ছি। আমি নিজেও এখনো শিক্ষনবিশ। সামুতে চলে আস্তিক নাস্তিক, আওয়ামিলীগ বিএনপি, হিন্দু মুসলিম এই সব ক্যাচাল। তো আপনি ধরেন আস্তিক দেখবেন কিছু নাস্তিক আপনারে পায়ে পারা দিয়ে ঝগড়ার আমন্ত্রন করবে।

কিভাবে? আপনার বিশ্বাস এ আঘাত করবে। যেন বাধ্য হয়ে আপনি তাদের পোষ্টে মন্তব্য করেন। আপনি মন্তব্য করেছেন তো গেছেন । এখন আপনাকে তারা ডেস্টিনির মগজ ধোলাই করবে। মনে হবে পৃথিবী তে যারা ধর্ম করছে তারা সব ই বেকুব।

এক মাত্র ঐ নাস্তিক রাই খুব জ্ঞানী। আপনাকে এমন সব রেফারেন্স দিবে যা আপনাকে বিশ্বাস করিয়ে ছাড়বে যে তারা যা বলে তাই সত্য। এইবার আসেন আওয়ামিলীগ বিএনপি । তাদের শুধু কাজ নিজের নেত্রীর ভাল আর অন্য দলের নেত্রীর দোষ খুজে বের করা। অনেকটা হিন্দি সিরিয়ালের মত ।

দুই দল যে একি রকম তা তারা জীবনে ও স্বীকার করবে না। দুই দলেই নিচে নিচে সব ঠিক, জনগন কে চুষে খায় ৫ বছর পর পর। শুধু চোখ কান খোলা রাখলেই চলে। যখন ই আপনি তাদের বিরুদ্ধে বলবেন তখন ই আপনি হয়ে যাবেন ছাগু। মগবাজারের ছাগু।

আসলে আপনি এই দুই দল এর বাহিরে কোন মত দিতে পারবেন না। আপনার কোনও নিরপেক্ষ মত থাকতে পারবে না। সামুতে থাকতে হলে অবশ্যই আপনাকে একটা দলের সাপোর্ট করতেই হবে । লাস্ট হিন্দু মুসলিম ক্যাচাল । খুব ই ভাল টপিক।

দেখবেন এই দেশটা ৯০% মুসলিম অধ্যুষিত কিন্তু কিছু হিন্দু পায়ে পাড়া দিয়ে আসে ...। নিজের ধর্ম জানুক আর নাই জানুক দেখবেন আপনার ধর্মের নবী রাসূলদের নিয়ে দেদারসে পোস্ট দেয়। ঐ জায়গায় কমেন্ট দিলে দেখবেন কত জ্ঞান দেয়। তাদের একমাত্র দায়িত্ব হল দরকার হলে মুসলিম নিক নিয়ে হলেও ইসলামের খারাপ দিক তুলে ধরা। সবাই দেখবেন নিজেকে আপনার মতাদর্শের বুঝাবে।

আই মিন আপনি যখন তাদের পোস্ট পরবেন দেখবেন আপনার মনের কথা বলছে । আপনার মনে হবে আরে এইটা তো আমাদের লোক । কিন্তু তার পোস্টের মধ্যে দেখবেন খুব আস্তে আস্তে আপনাকে বাশ দেয়া হচ্ছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.