আমাদের কথা খুঁজে নিন

   

সুশীল মিডিয়া আর সুশীল বুদ্ধিজীবিরা

আমি সত্য কথাই বলি.....যত কঠিনই হোক...

গত এক সপ্তাহ ধরে পাহাড়ে সংঘাত,সহিংসতা । মারা গেছেন ২ জন পাহাড়ী ১জন বাঙালী। আহত হয়েছেন অনেকে। বাড়ীঘর পোড়ানো হয়েছে অজস্র । এর মধ্যে পাহাড়ীও আছে,বাঙালীও আছে।

................ কিন্তু সারাদেশের সুশীল মিডিয়া আর সুশীল বুদ্ধিজীবিরা,বিদেশীরা(ইসি,সিএইচটি কমিমন,এ্যামনেস্টি) সবাই পাহাড়ীদের উপর নিপিড়ন,হামলা আর হত্যার কথা বলছে। বিচার চাইছে,তাহলে বাঙালীর প্রাণের কি কোন দাম নাই ?? বাঙালীর বাড়ী পোড়ানো তাহলে কোন অপরাধ না ?? যেভাবে মাথায় রড ডুকিয়ে পৌরসভার কর্মচারী আনোয়ারকে হত্যা করা হয়েছে,সেটা কি নিন্দনীয় নয়?? ইন্টারনেটে যেভাবে পাহাড়ী হত্যার কারণে প্রচারনা চালানো হচ্ছে,সেটা কি দেশবিরোধী নয় ?? বিদেশী প্রভূরা আর কতকাল ............. আমি বলতে চাই,হত্যা হত্যাই,অন্যায় অণ্যায়ই। যেটা যার বিরুদ্ধেই হোকনা কেন। কিন্তু অন্ধভাবে,যে কাজ বা কর্মসূচী তা আরো অন্যায়ের জন্ম দিবে। ।

গত এক সপ্তাহে প্রথম আলো,কালের কন্ঠ,সমকাল,যুগান্তর ডেইলি স্টার যেইসব সংবাদ ছেপেছে,তার বেশির ভাগই বোগাস !! সাংবাদিকতাও মাঝে মাঝে জাতিগত পরিচয়ের কাছে অন্ধ হয়ে যায় ! বুদ্ধপতি এবং লক্ষী বিজয় চাকমার মৃত্যু যেমন অন্যায়,আনোয়ারের মুত্যুও অন্যায়। সাজেকে পাহাড়ী গ্রামে,বৌদ্ধ বিহারে আগুন দেয়া যেমন অপরাধ,বাঙালী গ্রামে,বাড়ীতে আগুন দেয়াও অপরাধ,---এটা কবে বুঝবে আমাদের সুশীল মিডিয়া,পচা বামপন্থীরা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.