আমাদের কথা খুঁজে নিন

   

সার্কাস

এবার থেকে আমার লেখা আমার কথা বলার চেষ্টা করবে।

বিপজ্জনকভাবে মাঝবরাবর শূন্যে ঝুলন্ত একটা অর্থনৈতিক শ্রেণীর নাম মধ্যবিত্ত, এক অত্যগসহন ট্র্যাপিজ বারে দুলতে দুলতে জীবন কাটিয়ে যাওয়াই যাদের নিয়তি। এরা যে কোনো মুহূর্তে তলায় তলিয়ে যেতে পারে, আবার উল্টোটা, লাফ দিয়ে উপরে উঠে যেতে পারে। তলা-উপর,উঁচু-নিচু,উপরতলা-নিচেরতলা, যেভাবেই ডাকা হোক না কেন, তাদের মাঝামাঝি বরাবর থেকে যাওয়া সত্ত্বেও, তাদের কারো সাথে এদের বিন্দুবিসর্গ মিল নেই, না জীবনযাপনে, না চিন্তাভাবনায়। নিচুতলার লোক, যেন দর্শক, হাঁ করে দেখছে মাঝশূন্যের মরণঝাঁপ আর উঁচুতলার লোক একটা নিরাপদ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কখনও কাউকে হাত ধরে তুলে নিচ্ছে নিজেদের পাশে, কখনও কারো হাত ছেড়ে দিচ্ছে যাতে মাঝের শূন্য থেকে লাফিয়ে আসা লোকটা এবার তলায় তলিয়ে যায়। কারণ এই ঝাঁপবাজির খেলকুঁদই তাদের সুখে থাকার চাবিকাঠি। অবিকল যেন সার্কাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।