আমাদের কথা খুঁজে নিন

   

সার্কাস



বহুদিন সার্কাস আসে না শহরে, সংরক্ষিত আসনে শূণ্যতা বসে থাকে ধুলোর পোশাকে; অদূরে নিহত দাড়বাজ ঝুলে থাকে ট্র্যাপিজের তারে আমি অনেক গভীর থেকে এসে বহুদূরে চলে যাওয়া দীর্ঘশ্বাসের মত প্রবাহিত হই - তোমার দিকে; তুমি ট্র্যাপিজের তার ও ভূমির শূণ্যতা আমি দাড়বাজ যুবতীর পায়ের ব্যালান্স। কেনো যেনো সার্কাসের নারীদের মনে হতো ব্যাং, আর বায়োলজি ক্লাসে ট্রের উপর আটকানো ব্যাং দেখে ক্রশবিদ্ধ যীশুর কথাই বারবার মনে পড়ে যেত। আজ চার্চের যীশুকে দেখে মনে হয় ব্যাং, যার পেটে করে চোরাচালান হয় আফিম আর হেরোইন। ইদানিং ধুলোর কসরতে শুধু শূণ্যতার সার্কাসই দেখি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।