আমাদের কথা খুঁজে নিন

   

একটি সংগ্রহিত নোট বন্দু তারেকের ব্লগ থেকে

মাওলানা জিয়াউর রহমান ফারুকী (রহঃ) এর কালজয়ী ভাষণ অবলম্বনে কেউ বলতে পারেন, দেওবন্দ মাদ্রাসা তো প্রতিষ্ঠা লাভ করেছে মাত্র কিছু দিন পূর্বে। আর জাতি হিসেবে মুসলমানরা তো বহু আগে থেকেই আছে। কিন্তু আমি পূর্বেই আপনাদের সামনে আলোচনা করেছি, দারুল উলুম দেওবন্দ কী উদ্দেশ্যে স্থাপিত হয়েছে আর মুসলিম জাতি তার কী কী ফলাফল ভোগ করেছে? মনে রাখতে হবে, মুসলিম জাতির কুষ্ঠিনামা বা বংশ পরম্পরার সূচনা মাদরাসা থেকে হয় না; বরং বংশ পরম্পরা শুরু হয় রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে। বিশেষভাবে লক্ষ্যণীয় যে, রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আমাদের সম্পর্ক কতখানি দৃঢ় এবং মজবুত। আমরা গর্বের সাথে একথা বলতে পারি যে, আমাদের আধ্যাত্নিক সম্পর্ক যেভাবে রসূলে কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে, তেমনিভাবে ইলমের দিক থেকেও আমাদের সম্পর্ক রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে পুরোপুরি সম্পৃক্ত।

প্রথমে ইলমী সম্পর্কে কথা বলছি শুনুন, কিভাবে তা রসূলের সাথে সংযুক্ত। ইলমে নববীর সনদ আমাদের পীর ও মুরশিদ হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানুতুবী (রহঃ) ইলমে দ্বীন হাসিল করেছেনঃ ১। শাহ আব্দুল গনী মুজাদ্দেদী (রহঃ) থেকে ২। শাহ আব্দুল গনী (রহঃ) শাহ ইসহাক (রহঃ) থেকে ৩। তিনি শাহ আব্দুল আযীয থেকে ৪।

তিনি শাহ ওয়ালী উল্লাহ থেকে ৫। তিনি শায়খ আবু তাহের মাদানী থেকে ৬। তিনি (তদীয় পিতা) শায়খ ইব্রাহীম কারদারী থেকে ৭। তিনি শায়খ আহমদ কোশাশী থেকে ৮। তিনি শায়খ আবুল মাওয়াহিব আহমদ ইবনে আব্দুল কুদ্দুস শানাভী থেকে ৯।

তিনি শাহ শামসুদ্দীন মুহাম্মদ ইবনে আহমদ ইবনে রমলী থেকে ১০। তিনি শায়খুল ইসলাম আবু ইয়াহইয়া আহমেদ যাকারিয়া ইবনে মুহাম্মদ আনসারী থেকে ১১। তিনি শায়খ শিহাবুদ্দীন ইব্রাহীম ইবনে আহমদ তানুখী থেকে ১২। তিনি শায়খ সিরাজ উদ্দীন ইবনে মোবারক হাম্বলী যুবাইদী থেকে ১৩। তিনি আবুল ওয়াক্ত আব্দুল আউয়াল ঈসা ইবনে শোয়াইব সানজারী হারাবী থেকে ১৪।

তিনি আবুল হাসান আব্দুর রহমান ইবনে মুজাফফর ইবনে মুহাম্মদ ইবনে দাউদ দাউদী থেকে ১৫। তিনি আবু মুহাম্মদ আবদুল্লাহ ইবনে আহমদ সারাখসী থেকে ১৬। তিনি আবু মুহাম্মদ ইবনে ইউসুফ মাতার ইবনে সালেহ ইবনে বিশর আল ফেরারবী থেকে ১৭। তিনি মুহাম্মদ ইবনে ইসমাঈল থেকে ১৮। তিনি হযরত হাম্মাদ বিন যায়েদ থেকে ১৯।

তিনি আবদুল্লাহ ইবনে মুবারক থেকে ২০। তিনি ইমাম আবু হানিফা থেকে ২১। তিনি আনাস ইবনে মালেক থেকে ২২। তিনি আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে ২৩। তিনি রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে।

এই হলো আমাদের ইলমের সনদ। এবার শুনুন কিভাবে রসূলের সাথে আমাদের আধ্যাত্নিক সম্পর্ক বজায় রয়েছে। তাসাওউফ বা তরীকতের সনদ কুতুবুল আলম হযরত মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী (রহঃ) বেলায়েত শিখেছেনঃ ১। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী থেকে ২। তিনি মিয়াজী নুর মুহাম্মদ থেকে ৩।

তিনি শাহ আব্দুর রহীম থেকে ৪। তিনি শাহ আব্দুল বারী থেকে ৫। তিনি শাহ আব্দুল হাদী থেকে ৬। তিনি শাহ আযদুদ্দীন থেকে ৭। তিনি শাহ মুহাম্মদ মক্কী আবু সাঈদ থেকে ৮।

তিনি শায়খ নিজামুদ্দীন বলখী থেকে ৯। তিনি শায়খ জালালুদ্দীন থানেশ্বরী থেকে ১০। তিনি শাহ আব্দুল কুদ্দুস থেকে ১১। তিনি শায়খ মুহাম্মদ আরিফ থেকে ১২। তিনি শায়খ আরিফ ইবনে আহমদ থেকে ১৩।

তিনি শায়খ আব্দুল হক রাদুলোভী থেকে ১৪। তিনি শায়খ জালালুদ্দীন থেকে ১৫। তিনি শায়খ শামসুদ্দীন থেকে ১৬। তিনি শায়খ আলাউদ্দিন সাবের কালারী থেকে ১৭। তিনি শায়খ ফরিদুদ্দীন গনজেশকর থেকে ১৮।

তিনি খাজা মুঈনুদ্দীন চিশতী থেকে ১৯। তিনি খাজা উসমান থেকে ২০। তিনি খাজা হাজী শরীফ যিন্দানী থেকে ২১। তিনি খাজা হোযাইফা থেকে ২২। তিনি খাজা ইবরাহীম ইবনে আদহাম থেকে ২৩।

তিনি ফুযাইল ইবনে আয়ায থেকে ২৪। তিনি খাজা আব্দুল ওয়াহিদ থেকে ২৫। তিনি হাসান বসরী থেকে ২৬। তিনি আমীরুল মুমিনীন হযরত আলী (রঃ) থেকে ২৭। তিনি সাইয়েদুল মুরসালীন মুহাম্মদুর রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে।

মাহবুবে খোদা রহমাতুললীল আলামীনের সাথে ইলমী ও রুহানী উভয় দিক থেকে আমাদের যোগসূত্র রয়েছে। এটাই আমাদের গর্ব। মাওলানা জিয়াউর রহমান ফারুকী (রহঃ) এর কালজয়ী ভাষণ "ওলামায়ে দেওবন্দের সংগ্রামী ইতিহাস" অবলম্বনে :বন্দু তারেকের ব্লগ হইত: ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.