যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। অবিশ্বাস মন আমার প্রিয়ায়
না জানি কে পিষে প্রিয়াকে
বাটায় মরিচ পিষার মত।
যে দিকেই চোখ ফিরায়
মন দেখে প্রিয়াকে,আছে
তার প্রিয়জনের বুকে।
অবিশ্বাস মন আমার প্রিয়ায়
প্রিয়ার চোখে দেখে মন
অন্য পুরুষের ছবি,
প্রিয়ার গালে দেখে মন
অন্য পুরুষের অংকিত চুম্বণ,
প্রিয়ার বদন জোড়ে দেখে মন
অন্য পুরুষের নখের চিহ্ন,
প্রিয়ার মনে দেখে মন
আমি নাই,অন্য সেই পুরুষ।
অবিশ্বাস মন আমার প্রিয়ায়
প্রিয়ার মধুর ভালবাসার মাঝেও
মন খুঁজে পায় প্রিয়ার অন্তর ছলনার,
প্রিয়ার চোখের চাহোনিতেও
মন খুঁজে পায় অন্য পুরুষের ভালবাসা।
কভূ,কভূ,মোর নাসিকা গন্ধ শুকে হৃদয় পুড়ার
অবিশ্বাসী মন বলে উহা
প্রিয়ার সৃষ্টি নরকের সুবাস।
ওহঃপ্রিয়জনের সৃষ্টি নরকের তেজ
বোধ হয় প্রভূর সৃষ্টি নরকের তেজ
অপেক্ষা কুটিগুনে বেশী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।