কষ্ট পাই , কারন কষ্টকে ভালবাসি
আমি কিছু বিশ্বাস করতে পারি না,
এমন কি আমি জীবিত না মৃত
তাও নিশ্চিত না।
আমি আজ যা করছি,
কথা বলি, হাসি কাঁদি,
হয়তবা এটাও স্বপ্নের কোন অংশবিশেষ।
আমি প্রেতাত্মায় বিশ্বাস করি না,
তাই শ্বশান বা অরন্নে গিয়েও
ভুত কে পাই নি।
আমি মন্ত্রে বিশ্বাস করি না,
তাই কেউ আমাকে আজো
বশিভুত করতে পারে নি।
আমি তোমাকে,
তুমি আমাকে,
বিশ্বাস করো নি
তাই আজ আমাদের মধ্যে কোন প্রশ্ন নেই।
আমি আজ ভালবাসাকে বিশ্বাস করি না,
তাই কাউকে পাই নি,
যে বাড়িয়ে দিবে ভালবাসাময়
কাব্যময় একটা পবিত্র,
জলে ভেজা সিক্ত হাত।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।