কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি
দেখলে নীল কতো প্রতারণা
আমি সহ্য করেছি
আজ কেন আমি পারছি নাহ
একটি মুহূর্তও আজ তোমায় মনে পরছে না।
জানো নীল
যেদিন আমার বিশ্বাস ভেঙ্গেছিলে
আমার হৃদয়ে বজ্রপাতের ধ্বনি আজো আমায়
হাপিয়ে তুলে ;
দেখেছিলে তুমি আমি পাষাণ আমি তপ্ত অগ্নিশিখার মতো
রেগে তোমায় একা রেখে প্রস্থান করেছিলাম।
আমি ছিলাম নির্ভীক আর নির্যাতিত এক প্রেমিক
শর্ত গুলো তোমার পূর্ণ করা পর
আমি একাগ্রচিত্তে দর্শন করতাম
কখন তোমার মুখে লুকনো হাসি দেখবো
কখন তোমার আঁখি জলে আমার নিজের ছবি দেখবো।
জানো নীল
শর্ত দিয়ে মানুষ যাচাই করা যায়
ভালবাসা যায়না ;
আজ ভুল করেও মনে পরে না তোমায় এ হৃদয় আঙ্গিনায়
যেখানে একসময় তোমার রাজত্ব ছিল
যেখানে তোমার প্রতিটি কম্পনের ধ্বনি শুনতাম
তোমার কাজল মাখা আঁখির স্বপ্ন জন্ম নিতো।
আজ দেখো আমি পালটে গেছি অনেক বার ভেঙ্গেছি নিজেকে
চোখ আর মনের দৃষ্টির ত্রি সীমানায় নেই তুমি ;
প্রতারণার পোড়া ইটে চাপা দিয়ে ভেঙ্গেছ আমায়
আমি হারিয়ে ফেলেছি নিজেকে
হারিয়ে ফেলেছি ইউরেনিয়ামের মতো দুষ্প্রাপো
এক পাষাণীর ভালবাসাকে;
জানো নীল
এখন আমার বক্ষপৃষ্টের দুই মিলি এম্পিয়ার ইলেক্ট্রিক সকের
চিনচিনে বেথা হারিয়ে গেছে
দামী সিগারেটের একটি দুটি টানে উড়িয়ে দিয়েছি
আমার রুমের বেলকুনিতে।
[রাসেল হোসেন]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।