মনকে দোলা দেয়া কিছু রবীন্দ্রসঙ্গীত
আমরা সবাই কমবেশি গানপাগল মানুষ। প্রতিটি মানুষেরই নিজস্ব পছন্দের কিছু গান থাকে। আমার পছন্দ রবীন্দ্রসঙ্গীত। আসলে আমি রবীন্দ্রসঙ্গীতের খুব বড় একজন ভক্ত। তাই যখন যেভাবে পারি রবীন্দ্রসঙ্গীত সংগ্রহ করি।
এক্ষেত্রে আমার চাহিদার একটা বিরাট অংশ পূরণ করেছে ইন্টারনেট। কিন্ত অনেক দূর্লভ গানই ইন্টেরনেটে পাওয়া যায় না। আমার এই সংগ্রহ অভিযান এখনো চলছে...
যাই হোক,আমার খুব পছন্দের কিছু রবীন্দ্রসঙ্গীত আজ সবার সাথে শেয়ার করছি। একটা ব্যপার আমি লক্ষ্য করেছি যে, একই গান বিভিন্ন শিল্পীর কন্ঠে বিভিন্ন রকম লাগে। ‘আমার পরাণ যাহা চায়’এই গানটার কথাই ধরা যাক।
এই গানটা আমি কমপক্ষে ১০ জনের কন্ঠে শুনেছি। কিন্তু সবচেয়ে ভালো লেগেছে ইন্দ্রাণী সেনের কন্ঠে। তাই সবার পছন্দের কথা চিন্তা করে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গাওয়া একই গানের ডাউনলোড লিঙ্ক দেওয়া হল। ১ম পর্বে থাকছে মনে দোলা দেয়া ১০টি রবীন্দ্রসঙ্গীত।
আশা করি আমার এ পোস্ট রবীন্দ্রসঙ্গীত প্রেমীদের ভালো লাগবে।
আর কারও অন্য কোন রবীন্দ্রসঙ্গীত লাগলে মন্তব্যে জানিয়ে যাবেন। চেষ্টা করব সেটি দেবার(যদি আমার কাছে থাকে)!
১.১.আমার পরাণ যাহা চায়(রেজোয়ানা চৌধুরী বন্যা)
১.২.আমার পরাণ যাহা চায়(ফাহমিদা নবী)
১.৩.আমার পরাণ যাহা চায়(হেমন্ত মুখপাধ্যায়)
১.৪.আমার পরাণ যাহা চায়(ইন্দ্রাণী সেন)
১.৫.আমার পরাণ যাহা চায়(সোমদত্ত)
২.১.বধূ কোন আলো লাগলো চোখে(রেজোয়ানা চৌধুরী বন্যা)
২.২.বধূ কোন আলো লাগলো চোখে(সাগর সেন)
২.৩.বধূ কোন আলো লাগলো চোখে(অরুন্ধতী রায়)
৩.১.আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে(রেজোয়ানা চৌধুরী বন্যা)
৩.২.আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে(ইন্দ্রাণী সেন)
৩.৩.আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে(সাগর সেন)
৪.১.আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে(রেজোয়ানা চৌধুরী বন্যা)
৪.২.আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে(মিতা হক)
৪.৩.আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে(অরুন্ধতী হোম)
৫.১.দিবস রজনী আমি যেন কার আশায়(অদিতী মহসীন)
৫.২.দিবস রজনী আমি যেন কার আশায়(শাহরিয়ার আবিদ)
৬.১.প্রাণ চায় চক্ষু না চায়(রেজোয়ানা চৌধুরী বন্যা)
৬.২.প্রাণ চায় চক্ষু না চায়(শ্রীকান্ত আচার্য)
৬.৩.প্রাণ চায় চক্ষু না চায়(ইন্দ্রনীল সেন)
৭.১.একটুকু ছোঁয়া লাগে(ইন্দ্রনীল সেন)
৭.২.একটুকু ছোঁয়া লাগে(শ্রীকান্ত আচার্য)
৭.৩.একটুকু ছোঁয়া লাগে(শ্রেয়া ঘোষাল ও বাবুল সুপ্রিয়)*
৭.৪.একটুকু ছোঁয়া লাগে(হিন্দি ভাষা)
৮.১.ও আমার দেশের মাটি(রেজোয়ানা চৌধুরী বন্যা)
৮.২.ও আমার দেশের মাটি(ইন্দ্রনীল সেন)
৯.১.যদি জানতেম আমার কিসের ব্যাথা(মিতা হক)
৯.২.যদি জানতেম আমার কিসের ব্যাথা(জয়তী)
১০.১.নয়ন তোমারে পায়না দেখিতে(অর্ণব)
১০.২.নয়ন তোমারে পায়না দেখিতে(শ্রীকান্ত আচার্য)
১ম পর্বের এখানেই সমাপ্তি।
২য় পর্বে থাকছে মনে দোলা দেয়া আরও ১০টি রবীন্দ্রসঙ্গীত।
সাথে থাকুন...!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।