আজ থেকে এক দের বছর আগে ও আমি ব্লগিং নামে যে একটা প্লাটফর্ম বাংলাদেশে আছে সেটা জানতাম না। মাঝে মাঝে কিছু পাবলিক শেয়ার লিং ফেস বুক এ পাইতাম কখনও ঢুঁ মারতাম কখনও মারতাম না। একদিন কোন একটা ইন্টারেস্টিং বিষয় পাওয়ার বদৌলতে ব্লগে একাউন্ট ওপেন করলাম, কি ইন্টারেস্টিং ছিল মনে নেই। তবে তখনও আমি বাংলা লিখতে জানতাম না চেষ্টাও করিনাই শেখার, কারন তখন পর্যন্ত আমার কাজে বাংলা লাগত না। একাউন্ট ওপেন করে সামুতে একটা জিনিস দেখলাম যে সেফ, জেনারেল এই সব ব্যাপার স্যাপার আছে।
তাই সেফ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম, মানে শুধু ব্লগ দেখতাম আর ভাবতাম এটা একটা ভাল প্লাটফর্ম হতে পারে আমাদের আবাল জনতাকে জাগরিত করার। তখন অবশ্য বেশ কিছু ভাল ভাল লেখাও আসত ব্লগে।
সেই সব লেখা পরে মাঝে মাঝে ভাবতাম কিছু লিখা উচিৎ সেটা হতে পারে দেশের জন্য হতে পারে সাধারন মানুষের জন্য, হতে পারে নিজের মনের কথা। এই জন্য দূ একদিন চেষ্টা করে বাংলা টাকে একটু আয়ত্তে আনলাম। কিন্তু ওই যে বললাম সামু তে জেনারেল, সেফ বলে কিছু ব্যাপার স্যাপার আছে।
সেই একাউন্টা এক বছরেও আর সেফ এর মুখ দেখল না। যাই হোক এর মধ্য অনেক পুরাতন ব্লগার চলে যাওয়া শুরু করল, মানে ধীরে ধীরে সেই সব ভাল লেখা লিখি গুলো কমতে শুরু হল। এর মধ্যে মাল্টিনিকের ব্যাপার স্যাপার ও চলে আসল তাই চিন্তা করলাম নতুন আর একটা একাউন্টের জন্য এপ্লাই করি তাই করলাম। শেষ পর্যন্ত সেটা মনে হয় পনেরো দিনে সেফ হয়ে গেল, অবাক হলাম একটু। ট্রু ইনফরমেশন দিয়ে যে একাউন্ট এক বছরেও সেফ হল না ফলস ইনফরমেশনে সেটা পনেরো দিনে সেফ হয়ে গেল।
যাই হোক এটা কাকতালীয় হতে পারে।
কিন্তু এর মাঝে ব্লগের পটভূমি অনেক পরিবর্তন হয়ে গেছে, ব্লগে নাস্তিক আস্তিকদের ধর্ম নিয়ে ক্যাচাল, তিন দলীয় ক্যাচাল পাবলিক দের ক্যাচাল তত্ত ভাদা, ছাগু আর পাকী নিয়ে যার পরানয় ক্যাচাল, মানে এককথায় হার্ড বিনোদন দিত আমাগো রাজনীতি বিদরা রাজপথে আর এই সব নাস্তিক, আস্তিক এবং ব্লগ পলিটিশিয়ান রা দিচ্ছিল সফট বিনোদন ব্লগে। বলতে পারেন হার্ড কপি আর সফট কপির এপিট ওপিট। এর মধ্যে শুধু এরশাদ মামার এক্টিভিটিস দের দেখা কম মিলত ব্লগে। যদিও এরশাদ মামায় আমার দেশের লোক কিন্তু ওরে আমি ওর লুলুমির জন্য পছন্দ করতাম তা।
আসলে যখন থেকে ভোট এবং রাজনীতি আমি বুঝি ঠিক তখন থেকে আমি কাউকেই পাইনি যে দেশের সরকার হিসাবে কিংবা ভাল রাজনীতিবিদ হিসাবে পছন্দ করতাম। নিজে কোনোদিনই রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। ভোটার আইডি পাওয়ার পর থেকে একবারই ভোট দেয়ার সৌভাগ্য হয়েছে লাস্ট ইলিকশন কিন্তু শেষ পর্যন্ত কাকে ভোট দিব বুঝতে না পেরে হাতুড়ী মার্কা কে ভোট দিয়ে মনের গ্লানির তৃষ্ণা নিবারনে দুধের স্বাদ ঘোলে মিটানোর একটা অপচেষ্টা করেছি মাএ। কারন সেই সময় মনে হয়েছে এই হাতুড়ীই পারে এই সব কিছু ঠিক করতে। হাতুড়ীর বারি যেমন আকা বাকা লোহাকে ভাল আকার দেয়ার জন্য ব্যাবহার হয়।
তেমনি আমাদের মত এই সব লোকজন কে হয়ত এই রকম হাতুড়ী দিয়ে ভাল আকার দেয়া টাই উপযুক্ত উপায় হতে পারে। জানি এটা পুরোটাই অবচেতন মনের একটা ধারনা মাএ। তো সেজন্য দু একটা হয়ত পোস্ট ও ব্লগে দিয়ে ছিলাম এতে যদি ব্লগার দের একটু নড়াচড়া হয় আর কি ঐ যে দুধের স্বাদ ঘোলে মিটানো। কিন্তু না আসলে এটাও আমার অবচেতন মনের ধারণা।
সত্যিকার ব্লগিং প্লাটফর্ম মনে হয় এটা না কারন এই প্লাটফর্ম টা কে টাকে এখন সফট রাজনীতির প্লাটফর্ম মানে হার্ড রাজনীতির উল্টো পিঠ বললেই ভাল হবে মনে হয়।
আরও অনেক কিছু লেখার ছিল কিন্তু লিখতে ইচ্ছে করছে না।
আমার ধারনা ভুল ও হতে পারে কারন এতক্ষনে যা লিখেছি সেগুলো সমালোচনা মূলক বুঝতে পাচ্ছি। এজন্য কেউ কষ্ট পেলে ক্ষমা চাচ্ছি কারন আমি আমার নিজস্ব ফিলিংস গুলোকে এখানে শেয়ার করতে চেষ্টা করছি।
ভাল ব্লগার না হওয়ার আত্তগ্লানি থেকে এটাই হয়ত ব্লগে আমার শেষ লেখা।
সবাই ভাল থাকবেন হ্যাপি ব্লগিং।
আল্লাহ হাফেজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।