আমাদের কথা খুঁজে নিন

   

হরিণের ঠোঁটে মাখাছিল গোক্ষুরের ভালোবাসা

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই সেদিনও এমন রাত ছিল কাল ডিউটি আছে বলে হয়তো আগেই ঘুমিয়েছিল তারা.. পরীক্ষার প্রস্তুতিতে কেউ জাগছিল রাত নয়ত রেখে আসা দুঃখী মা আর আগামীর রঙিন স্বপ্নের ঘ্রাণ নিতে নিতে গাইছিল নিদালু গীত দিন আনা মজুরের ক্লান্ত শরীর হয়তো তখনো শুকায়নি টানাটানি গৃহস্থের খাতার হিসেব মেলানো বাকি চাঁদপনা চোখের দুরন্ত পাপড়িকে হয়তো ঘুমপাড়ানী গান শোনানো শেষ করেনি ক্লান্ত গৃহীনি এরমধ্যেই পর্দার ওপাশে পাশার ছকে খেলা শুরু করেছে শকুন কুশিলব ঝাপিয়ে পড়েছিল শান্ত চাঁদোয়া রাঙিয়ে দিতে হোলির রঙে বুঝাতে চেয়েছিল চুপ কর অকাট মুর্খের দল তোরা বড্ড বেড়েছিস সেই ডিউটি আর সম্পন্ন হয়নি পরীক্ষার হলে আসনি উসখো চুলের কেউ রঙিন স্বপনের ডানা পুড়েছিল আগুনে ঘাম আর রক্ত একাত্মতা ঘোষণা করেছিল হিসেবের খাতা পড়েছিল মেঝেতে জননীর স্তনে দুধের বদলে এসেছিল লোহিত ধারা পশ্চীম আজদাহার ভয়াল গ্রিবা সেদিন চিবুতে চেয়েছিল চিত্রল হরিণের ওষ্ঠ তাদের জান ছিল না হরিণের ঠোঁটে মাখাছিল গোক্ষুরের ভালোবাসা হ্যাঁ জেনেছিল মাত্র ন'টি মাস পরে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.