ভালো হওয়ার চেষ্টায় আছি.... দক্ষিণ আফ্রিকার দেশ আইভরি কোস্ট নামের দেশটা অনেকের কাছেই পরিচিত। কারণ দীর্ঘদিন যাবৎ গৃহযুদ্ধে লিপ্ত দেশটিতে শান্তিরক্ষী বাহিনী হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকবৃন্দ। সঙ্গে আছে বিমান বাহিনীর একটি চৌকোস দল। প্রায় ১ কোটি লোকের আবাস এই দেশটির আয়তন বাংলাদেশের প্রায় তিনগুণ। আফ্রিকার অন্য দেশগুলোর মতো সম্পদে ভরপুর দেশটির মানুষ দারিদ্র্যসীমার অনেক নিচে।
দেশটি ১৯৬০ সাল থেকে হানাদার ফ্রান্সের নিকট থেকে নামকাওয়াস্তে স্বাধীনতা পেলেও দেশের সম্পদের মালিক তারা হতে পারেনি। দেশটিকে গৃহযুদ্ধে ঠেলে দিয়ে হানাদার ফ্রান্স এখনো এদেশের সম্পদ স্বর্ণ লুট করছে। বলা হয়, আইভরি কোস্টের লুণ্ঠিত স্বর্ণ দিয়েই ফ্রান্সের বাজেট তৈরি হয়। আর না খেয়ে, গুলির আঘাতে গৃহযুদ্ধে মারা যাচ্ছে সোনার দেশের আইভরিয়ানরা। মাটি খুড়লেই স্বর্ণ পাওয়া যায় যে দেশে, সে দেশের মানুষ না খেয়ে মারা যায়।
অথচ তাদেরই রক্ত চুষে উঠছে প্যারিস ও ফ্রান্সের অন্যান্য শহরগুলো।
জীবনের মায়া ত্যাগ করে এই দেশটিতে শান্তি প্রতিষ্ঠা করে দেশের জন্য সুনাম ও মর্যাদা বয়ে নিয়ে আসছে বাংলার দামাল ছেলেরা; সাথে সাথে আসছে অতিপ্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা। আমরা দেশবাসী কী এই আত্মত্যাগী সৈনিকদের জীবনের সুখ, দুঃখের খবর রাখি? তেমন তো মনে হচ্ছে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।