পরথম পরথম ইন্টার্নেটে ঘুরতাম আর নানান কিসিমের আবজাব সফট ডাউনলোড করতাম। সফট ওয়ার ইনস্টল শিখছি ম্যালা দিন হইছে। সফটওয়্যারে দুইটা ক্লিক মারলেই রান অপশন আইবো তারপর রানে ক্লিক করলেই শুরু হইব ইনন্সটলেশন। ব্যস কিচ্চা খতম। তারপর নির্দেশনা অনুযায়ী ক্লিকাইতে থাকলেই হইল।
শেষে ফিনিসে ক্লিক মাইরা খেইল খতম।
কিন্তু আবজাব সফটের মইধ্যে কিছু কাবজাব সফট ডাউনলোডাইতাম। মাগার ইন্সটল হইতনা। দুই ক্লিক মারলে অন্য রকম কি জানি আসে। অপেন উইথ বা সিলেক্ট ফরম ইন্টারনেট এই টাইপের কাবজাব দেখাইত।
আমি যদি কোন সদয়বানের কাছে সেই সফটের লিংক পাইতাম তারে মনে মনে চৌদ্দ গুষ্টি উদ্ধার করতাম। এত কষ্ট কইরা নেটের টাকা খরচ কইরা জিনিসটা ডাউনলোড করছি আর হেইটা ইন্সটল হয়না।
কতবার যে এইরকম ডাউনলোড করছি আর ধরা খাইছি।
তাই না বুইজ্জা সাধারণত ডাউনলোডাইতামনা। বিশেষ কইরা মিডিয়াফায়ার হইলে তো কতাই নাই।
১০০ হাত দুরে থাকতাম। কয়জন বিজ্ঞ লোকরেও বলতে শুনছি মিডিয়া ফায়ারের জিনিসে সমস্যা আছে। তাই তত আমল দিতামনা। মনে করতাম আসলেই অন্য কোন সমস্যা আছে।
আইজও সেইরকম একটা ডাউনলোড কইরা ধরা খাইছি।
ইনন্সটল হয়না। সফটটা খুবই ছোট তাই গায়ে লাগলনা। কিন্তু অন্যান্য দিনের মত চুপ কইরা না থাইকা আইজ লিংক দাতারে কইয়া ফালাইলাম ভাই এইটা কি দিলেন ?
হ্যায় তো পুরা চাল্লু মাল। ধইরা লাইছে সমস্যাটা কোথায়। কয় ভাই এইডা তো জিপ ফাইল।
আনজিপ করেন তাইলেই পাঙ্খা । আমি কই কয় কি হালায় কতদিন ধইরা এই টাইপের সমস্যায় পড়ছি কাউরে কিছু কইনাই। আমার শত শত মেগাবাইটের ডাউনলোড করা জিনিস পরে ডিলিট মারছি। আর হে কয় এইটা আনজিপ করলেই কাম হইবে।
আবার আমার কম্পুতে আনজিপের কোন সফটও ছিলনা তখন।
তার কাছে সেইটারও লিংক চাইলাম। সে দিল। এখন দেখি আসলেই তো পাঙ্কা ঝিনিস।
(প্রসংগত, জিপ করার বিষয়টা জানতাম। সফটও যে জিপ অবস্থায় নেটে থাকতে পারে সেইটাও জানতাম।
কিন্তু আমার ডাউনলোড করা ফাইলটা যে জিপ অবস্থায় থাকতে পারে এইটা কখনোই মনে হয়নাই। ভাবলাম একটু শেয়ার করি, আমি কতটা ননটেকি ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।