মাইক্রোব্লগিং সাইট টুইটারের সহপ্রতিষ্ঠাতা ইভান উইলিয়ামস, সোশাল নেটওয়ার্ক ফেইসবুকের সহপ্রতিষ্ঠাতা ডাস্টিন মস্কোভিটজ আর সেমিকন্ডাকটর নির্মাতা কোয়ালকমের প্রধান ইঞ্জিনিয়ার রাঙ্গানাথান ক্রিস্নানসহ প্রযুক্তিউদ্যোক্তাদের একটি বড় দল কংগ্রেসের কাছে ওই আবেদন করেছেন বলে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।
দেড় শতাধিক পেটেন্টের অধিকারী ৫০জন প্রযুক্তিবিদের দলটির বক্তব্য, সফটওয়্যার পেটেন্ট এখনও যথেষ্ট ত্রুটিপূর্ণ এবং তা প্রযুক্তির উন্নয়নে ব্যাঘাত ঘটায়। তাই তাদের মতে, এখনই এই ব্যবস্থার প্রতিকার করা উচিত।
টেক উদ্যোক্তাদের আবেদনে বলা হয়েছে, পেটেন্টের বর্তমান প্রক্রিয়া তাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ব্যাঘাত তৈরি করছে।
দুই চেম্বারবিশিষ্ট যুক্তরাষ্ট্রের কংগ্রেস হাউজ এবং সিনেট উভয়েই পেটেন্ট ব্যবস্থা সংশোধনের জন্য দুটি বিল প্রক্রিয়াধীন আছে।
পেটেন্ট বিষয়ে বর্তমানে মার্কিন আদালতে বেশ কয়েকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওই মামলাগুলোর সঙ্গে কয়েকশত কোটি ডলারের ক্ষতিপূরণ জড়িত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।