আমি যে পথে হেটেছিলাম সে পথে কোন পদচিহ্ণ ছিল না, ফিরতি পথে জনারণ্যে আমার পদচিহ্নের অস্তিত্ব খোজার সাহস করিনি ইরা, আকাশের দিকে একটু চেয়ে দেখো কী অপূর্ব চাঁদ উঠেছে জোসনার শুভ্র আলোয় রাতের কালচে মেঘগুলো কেমন হাসছে। ভ্রান্তিময় এ আলোতে ঐ দুরের নক্ষত্ররা বড্ড বেমানান। দিনের সূর্যও বুঝি এই আলোর স্নিগ্ধতায় যাবে হারিয়ে। আজ এই অদ্ভুদ সুন্দর পরিবেশে আমি তুমি একসাথে কত দীর্ঘক্ষণ ধরে। ইরা, হঠাৎ জোসনার আলোয় আমি ও আমার ছায়া পাশে তুমি নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।